পররাষ্ট্রসচিবের সঙ্গে পিটার হাসের রুদ্ধদ্বার বৈঠক
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস: ফাইল ছবি
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঘণ্টাব্যাপী ওই বৈঠক হয় বলে জানা গেছে। মার্কিন দূতাবাস ও পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বৈঠকের বিষয়টি স্বীকার করা হলেও বৈঠকের আলোচন্য বিষয় নিয়ে কোনো পক্ষই খোলাসা করে কিছু বলেনি।
বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদান হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেক ইস্যু থাকতে পারে।
এদিকে বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় কথা বলেননি গণমাধ্যমের সঙ্গে। পদ্মার বাইরে অপেক্ষমান কিছু গণমাধ্যমকর্মী আশা করছিলেন অন্তত পররাষ্ট্রসচিব বৈঠক নিয়ে কথা বলবেন। কিন্তু একই ভেন্যুতে অন্য অনুষ্ঠান থাকায় সচিবকে পাওয়া যায়নি।
একই দিন বেলা আড়াইটায় শ্রীলঙ্কাকে মেডিকেল সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের। সেখানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ছাড়াও পররাষ্ট্রসচিব উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের থেকে কোনো প্রশ্ন নেওয়া হয়নি। অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত স্থান ত্যাগ করেন পররাষ্ট্রসচিব।
অপরদিকে গত মঙ্গলবার নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠক শেষে তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে শর্তহীন সংলাপ আয়োজনের আহ্বান জানান।