‘পাগল-ছাগল’ বলায় বিএনপির রিজভীর বিরুদ্ধে ডিবি কার্যালয়ে হিরো আলম
রিজভী ও হিরো আলম। ছবি সংগৃহিত
‘পাগল-ছাগল’ ‘অর্ধশিক্ষিত’ বলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেছেন আলোচিত ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল ইসলাম আলম হিরো আলম।
রবিবার বেলা পৌনে ১২টার দিকে তিনি ডিবি কার্যালয়ে যান। অবমাননাকর মন্তব্য করায় রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করবেন বলে জানা যায়।
হিরো আলম বলেন, ‘তিনি (রিজভী) আমাকে অর্ধপাগল এবং অর্ধশিক্ষিত বলেছেন। সংবিধানে আছে, কোনো পাগলকে নির্বাচন করার অধিকার দেয়া হয় না। আমি তিন বার ভোটে দাঁড়িয়েছি। তাহলে আমাকে পাগল কেন বলবে? অশিক্ষিত কেন বলবে?’
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন হিরো আলম।
হিরো আলমের অভিযোগ, ‘সারা পৃথিবীর মধ্যে রুহুল কবির রিজভী আমাকে অবমাননা করে কথা বলেছেন।’
এর আগে শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপির জ্যেষ্ঠ নেতা রিজভী তার বক্তব্যে বলেন, ‘হিরো আলমের মতো একটা অর্ধপাগল, অর্ধশিক্ষিত লোক নির্বাচনে অংশ নিয়েছে।’