রাষ্ট্রদূতদের চুক্তিভিত্তিক নিয়োগ, মন্ত্রণালয়ে ক্ষোভ
রাষ্ট্রদূত পদে চুক্তিভিত্তিক নিয়োগকে কেন্দ্র করে ক্ষোভ বিরাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ও অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের মাঝে।
নাম না প্রকাশ করার শর্তে মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পররাষ্ট্র সচিব ও আরও দুজন সচিব ছাড়াও রাষ্ট্রের ১১ জন কর্মকর্তা বর্তমানে বিভিন্ন দেশে চুক্তিভিত্তিক রাষ্ট্রদূত হিসেবে নিয়োগপ্রাপ্ত আছেন।
এ ছাড়া লিবিয়া, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, লেবানন, কুয়েত ও কেনিয়ায় মন্ত্রণালয়ের বাইরের লোক বা কর্মকর্তা নন এমন কেউ রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্টদের অভিযোগ, যেসব রাষ্ট্রদূতদের স্বাভাবিকভাবে অবসরে যাওয়ার কথা ও চুক্তি শেষ হওয়ার কথা তারা পূর্ববর্তীদের মতো চুক্তিতে যেতে উঠে পড়ে লেগেছেন।
তাদের দাবি, ২০ বছর দেশ বিদেশে পেশাদারি কূটনৈতিক দায়িত্ব পালন শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মহাপরিচালক রাষ্ট্রদূত হওয়ার যোগ্যতা অর্জন করেন। সে হিসেবে মন্ত্রণালয়ে এখন এমন যোগ্যতাসম্পন্ন ব্যক্তি আছেন ৩০ জনেরও বেশি। কিন্তু তাদের বঞ্চিত করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও জনপ্রশাসন সচিবের নাম ভাঙিয়ে কতিপয় রাষ্ট্রদূতদের চুক্তিভিত্তিক নিয়োগের পাঁয়তারা চলছে। এতে নির্বাচনী বছরে দেশ বিদেশে সক্রিয় কূটনীতিকরা দায়িত্ব পালনে নিরুৎসাহিত হতে পারে বলে মনে করছেন কর্মকর্তারা।