ইইউ যত খুশি পর্যবেক্ষক পাঠাতে পারবে: ইসি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যত খুশি নিরপেক্ষ পর্যবেক্ষক পাঠাতে পারবে, এতে নির্বাচন কমিশনের (ইসি) কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
মঙ্গলবার (১১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দল নির্বাচন কমিশনের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অতিরিক্ত সচিব।
তিনি বলেন, আজ ইইউ’র সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক হয়েছে। তারা আমাদের কাছে বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছিলেন। আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছেন। ভোটার সংখ্যা কতজন, নারী ও পুরুষ ভোটার কত, সিসিটিভি স্থাপন এবং পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে তারা জানতে চেয়েছেন।
অশোক কুমার দেবনাথ বলেন, ইইউ প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের একটি টেকনিক্যাল টিম আমাদের সঙ্গে আগামী ১৮ অথবা ১৯ জুলাই বৈঠক করবে। ওই বৈঠকে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (আইন) এবং যুগ্ম সচিব (নির্বাচন ব্যবস্থাপনা ১ ও ২) এই তিনজন অংশ নেবেন।
তিনি বলেন, নির্বাচন কমিশন এখন পর্যন্ত ৯১১টি নির্বাচন করেছে। তাতে তারা সন্তুষ্ট। পরিবেশ নিয়ে সন্তুষ্ট হলেও তারা আরও আলোচনা করবে।
বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের প্রধান চেলেরি রিকার্ডো বলেন, প্রাক-নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠাব। পরে তারা সিদ্ধান্ত নেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে কি না।
ইইউ প্রতিনিধিদলের সফর গণমাধ্যমে গুরুত্ব পাওয়ার মতো না হলেও অগ্রাধিকারভিত্তিতে গুরুত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জানান রিকার্ডো। একইসঙ্গে তিনি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
বৈঠকে ইইউ-এর প্রতিনিধি দলের পাঁচ সদস্য, অন্য সিইসির সঙ্গে অন্য নির্বাচন কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।