১৫-২০ দিনের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান হবে: তথ্যমন্ত্রী
আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে চলমান বিদ্যুৎ সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ব সমুদ্র দিবস উদযাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বিশ্ব মন্দা ও যুদ্ধের কারণে সাময়িক অসুবিধা হচ্ছে। চলমান বিদ্যুৎ সমস্যার জন্য আমরা দুঃখিত। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে এ সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ।
তথ্যমন্ত্রী বলেন, বিদ্যুৎ সুবিধা পেয়ে মানুষের অভ্যাসের পরিবর্তন হয়েছে। তারা এখন মসজিদ, মন্দিরে, বাসা-ভাড়িতে এসি চালায়। দেশ এখন শতভাগ বিদ্যুতের আওতায় আছে। এগুলো ১৪ বছর আগে ছিল না। তাহলে কি আমরা ভুল করেছি? না আমরা ভুল করিনি। এই সমস্যা সাময়িক। কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।
বিএনপির সমালোচনায় তিনি বলেন, বিএনপির মুখে বড় বড় কথা। তারা বিদ্যুৎ দেবে বলে খাম্বা লাগিয়েছে। কিন্তু তারা বিদ্যুৎ দেয়নি। দিয়েছি আমরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. কে এম আজম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) অধ্যাপক ড. মো. কাউসার আহাম্মদ, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচারের (আইইউসিএন) কান্ট্রি ডিরেক্টর মো. রাকিবুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।