ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় প্রস্তুত পুলিশ

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাসহ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিয়েছে পুলিশ। মোখা সংক্রান্ত যেকোনো সেবা পেতে নিকটস্থ থানা অথবা ৯৯৯-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
শনিবার (১৩ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মনজুর রহমান এসব তথ্য জানান।
তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। মোখা সংক্রান্ত সব ধরনের সেবা পেতে নিকটস্থ থানা বা ৯৯৯-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এদিকে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, প্রবল ঘূর্ণিঝড়টির ব্যাস ৪৫০ কিলোমিটার। অর্থাৎ এর কেন্দ্রের চারপাশে ২০০ কিলোমিটারের বেশি এলাকাজুড়ে প্রবল ঝড়-বৃষ্টি হবে। মিয়ানমারের অংশে ঝড়-জলোচ্ছ্বাস বেশি হবে। দেশটির রাখাইন রাজ্যেই ক্ষতি হবে বেশি।
তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়ের ডান পাশে টর্নেডো হয় এবং জলোচ্ছ্বাস অধিক উচ্চতার হয়ে থাকে। কক্সবাজার উপকূলেও প্রভাব থাকবে। তবে সেন্টমার্টিন বেশি ঝুঁকিতে আছে। বড় জোয়ারের সঙ্গে জলোচ্ছ্বাস মিলিত হলে সেন্টমার্টিন দ্বীপ কিছু সময়ের জন্য পানির নিচে চলে যেতে পারে। তবে সেটা স্থায়ী নয়। সেন্টমার্টিনে আঘাত হানার আগে মিয়ানমারের স্থলভাগে আঘাত হানতে পারে।
কেএম/এসজি
