জাফরুল্লাহ চৌধুরীর প্রতি বিশিষ্টজনদের শ্রদ্ধা
স্বাস্থ্য খাতে অবদানের জন্য জাফরুল্লাহ চৌধুরীর বড় ধরনের পুরস্কার পাওয়ার কথা ছিল কিন্তু তাকে সেই পুরস্কার দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
তিনি বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী স্বাস্থ্য খাতে যে অবদান রেখে গেছেন তা অবিস্মরণীয়। স্বাস্থ্য খাতের অবদানের জন্য তার বড় ধরনের পুরস্কার পাওয়ার কথা ছিল কিন্তু তাকে সেই পুরস্কার দেওয়া হয়নি। জাফরুল্লাহ আমার বন্ধু মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এসেছি। এরকম গুণি মানুষ বহু যুগ পর একজন জন্মায়।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনারে জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন রাশেদ খান মেনন।
এ সময় কবি ফরহাদ মাজহার বলেছেন, জাফরুল্লাহ চৌধুরী শুধু মুক্তিযোদ্ধা নন তিনি আপদমস্তক একজন দেশপ্রেমিক। বাংলাদেশ গড়ে তুলতে খাদ্য সমস্যা ও স্বাস্থ্য সমস্যা সমাধানে এবং নদী উদ্ধারকরণে জাফরুল্লাহর মতাদর্শ অনুসরণীয়। তরুণ সমাজের প্রতি আহ্বান জানাব তারা যদি জাফরুল্লাহর আদর্শকে সঠিক সম্মান জানায়। অন্যথায় আবেগ দেখিয়ে কোনো লাভ। কারণ ব্যবহারে জীবনের সমস্যার সমাধানে জাফরউল্লাহ অনুপ্রেরণা দেয়।
গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া বলেছেন, জাফরুল্লাহদের মতো বিশিষ্টজন যুগের পর যুগ একজন জন্মগ্রহণ করেন। উনার রাষ্ট্র ঘোষিত বীরশ্রেষ্ঠ হওয়ার কথা ছিল, কিন্তু উনাকে করা হয়নি।
তিনি বলেন, জাফরউল্লাহ আমাকে অত্যন্ত স্নেহ করতেন। আমি আমার অনুপ্রেরণার উৎস হারিয়েছি। উনার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হবে না।
গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, জঘন্য চৌধুরী আমি তো দেশের প্রতি নিবেদিত প্রাণ ছিলেন। তার প্রতি যথার্থ শ্রদ্ধা জানাতে আমি জাতীয় পাঠ্যপুস্তকে উনার জীবনী অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি।
এদিকে শ্রদ্ধা জানানোর শেষে সবাই শোক বই এ স্বাক্ষর করেছেন।
বৃহস্পতিবার সকাল ১০ টায় সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়। সকাল ১০টা ২৬ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শুরু হয়। এরপর একে একে সবাই জাফরুল্লাহ চৌধুরী প্রতি তাদের ভালোবাসা জানাতে শুরু করেছেন। শ্রদ্ধা জ্ঞাপন করতে আসা অনেকেই ছিল অশ্রুসিক্ত। প্রিয়জন হারানোর ব্যথা তাদের চোখে মুখে ফুটে উঠতে দেখা গেছে।
তিনি মঙ্গলবার ১১ এপ্রিল রাত সোয়া ১১ টায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৮১ বছর।
এসএন