ডিসি সম্মেলন
বিয়ে, সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, কোভিড বাড়ছে। এখন শনাক্তের হার ২৫ শতাংশে চলে গেছে। আতঙ্কিত না হলেও আশংকাজনক। বিয়ে, সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখতে হবে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) জেলা প্রশাসকদের সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জেলা প্রশাসকদের বলেছি করোনা মোকাবেলায় যে সহযোগিতা করেছেন তা অব্যাহত রাখতে হবে। করোনা মোকাবেলায় স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে কাজ করতে হবে। এতে সফলতা আসবে।
জাহিদ মালেক বলেন, টেস্টের অভাব নেই, আমাদের সকল প্রস্তুতি আছে করোনা মোকাবেলায়। কোভিড বাড়ছে লাগাম টেনে ধরা দরকার। সরকারের ১১ দফা মানতে সবাইকে বাধ্য করতে হবে, এক্ষেত্রে আইন প্রয়োগ করতে হবে।
তিনি বলেন, পোর্ট গুলোর ওপর নজরদারি বাড়াতে হবে। কোয়ারান্টাইনে যারা থাকবে তাদের ওপর নজরদারি রাখতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাদকের বেচাকেনা বেড়েছে, এ ব্যপারে নজরদারি প্রয়োজন। বিভাগীয় পর্যায়ে বিশেষায়িত হাসপাতাল হবে।
টিকার মজুদ সম্পর্কে মন্ত্রী জানান, এখন পর্যন্ত ১৫ কোটি ডোজ টিকা দেয়া হয়েছে। ৯ কোটি ডোজ হাতে আছে। ১ কোটি ২৫ লাখ শিক্ষার্থীকে টিকা দেয়া হয়েছে।
এনএইচবি/এএস