হাইকোর্টে মুক্তিযোদ্ধাদের কটূক্তির প্রতিবাদ
২৪ ঘণ্টার মধ্যে বিচারপতির অপসারণের আল্টিমেটাম মুক্তিযুদ্ধ মঞ্চের
হাইকোর্টের বিচারপতি খসরু জামানের মুক্তিযোদ্ধাদের নিয়ে ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও কটূক্তিকারী বিচারপতির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। ২৪ ঘণ্টার মধ্যে তাকে অপসারণের আল্টিমেটাম দিয়েছে এ সংগঠন।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহীন সিকদার ও সাধারণ সম্পাদক মো. আল মামুন স্বাক্ষরিত এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, 'সম্প্রতি হাইকোর্টের একজন বিচারপতি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। দুইজন মুক্তিযোদ্ধাকে গুলি করে মেরে ফেললে আর কেউ মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করবে না বলে হাইকোর্টের একজন বিচারপতি এক মামলার শুনানিকালে যে মন্তব্য করেছেন তা কখনওই কাম্য নয়। একথার মাধ্যমে উক্ত বিচারপতি মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রতি চরম জিঘাংসা, অবজ্ঞা ও বিতৃষ্ণা প্রদর্শন করেছেন। তার এ ধরনের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত বাংলাদেশের বিরুদ্ধে তীব্র বিষেদগার প্রকাশিত হয়েছে।'
মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সৃষ্ট স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের আলো-বাতাসে বেড়ে উঠে, সেই দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতির এ ধরনের ন্যাক্কারজনক মন্তব্যের মাধ্যমে চরম রাষ্ট্রদ্রোহিতার অপরাধ সংঘটিত হয়েছে বলে আমরা মনে করি। মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা পরিপন্থী এ ধরনের মন্তব্যের মাধ্যমে উক্ত বিচারপতি শপথ ভঙ্গ করে তার 'বিচারপতি' পদে থাকার নৈতিক যোগ্যতা হারিয়েছেন।
রাষ্ট্রপতির নিকট আহ্বান, 'বীর মুক্তিযোদ্ধাদের অবমাননা ও মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী বক্তব্য দেওয়ার অপরাধে উক্ত বিচারপতির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিচারপতির পদ থেকে দ্রুত অপসারণসহ কঠোর শাস্তি প্রদানের দাবি জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ না করলে মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তুলবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।'
এসএম/টিটি/