আইসোলেশন ‘১০ দিন’, কোয়ারেন্টিন ‘প্রয়োজন নেই’
করোনায় আক্রান্তের সংস্পর্শে এলেও উপসর্গ না থাকলে কোয়ারেন্টিনের প্রয়োজন নেই। তবে করোনায় আক্রান্ত হওয়ার লক্ষণ প্রকাশের ১০ দিন পর্যন্ত আইসোলেশনে থাকতে হবে।
কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরী পরামর্শ কমিটির বুধবার এক সভায় এমন সুপারিশ করেছে।
এর আগে ২০২০ সালে কোভিড-১৯ সংক্রমণ শুরুর পর বিভিন্ন সময় জাতীয় কমিটি যেসব পরামর্শ দিয়েছে, তাতে কোভিড আক্রান্ত হলে সতর্কতা হিসেবে ১৪ দিনের আইসোলেশনের কথা বলা হয়েছিল। আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা সবাইকেই কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছিল।
দুই বছর গড়িয়ে করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের প্রভাবে রোগীর সংখ্যা যখন আবার ঊর্ধ্বমুখী তখন সে নিয়মে পরিবর্তন আনল জাতীয় কারিগরী পরামর্শ কমিটি।
মঙ্গলবারের বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে বুধবার কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো.সহিদুল্লাহর স্বাক্ষরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কোভিড আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের আইসোলেশনের প্রয়োজন নেই। তবে তাদের টাইট মাস্ক পরার বিষয়টি নিশ্চিত করতে হবে।’
সংক্রমণ ঠেকাতে যে ১১ দফা নির্দেশনা সরকার দিয়েছিল, তা বাস্তবায়নে পরিবহন মালিক সমিতি, দোকান মালিক সমিতি, রেস্তোরা মালিক সমিতিসহ সবাইকে সম্পৃক্ত করার সুপারিশও করেছে জাতীয় কমিটি।
মানুষকে বিনামূল্যে মাস্ক বিতরণের সুপারিশও করেছে কমিটি। এ ছাড়া জনপ্রতিনিধি ও ধর্মীয় প্রতিনিধিদের মাধ্যমে জনগণকে সঠিকভাবে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মানার বিষয়ে উদ্বুদ্ধ করতে বলা হয়েছে।
এপি/এসএ/