ডিসি সম্মেলন
আশ্রয়ণ প্রকল্পে বহুতল ভবন নির্মাণের সুযোগ নেই: মূখ্য সচিব
মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়ন করতে, আশ্রয়ণ প্রকল্পে বহুতল ভবন নির্মাণের সুযোগ নেই; বলেছেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুরু হওয়া ডিসি সম্মেলনের প্রথম দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিসিদের সঙ্গে বৈঠক শেষে মূখ্য সচিব সাংবাদিকদের এসব কথা বলেন।
আশ্রয়ণ প্রকল্পে বহুতল ভবন নির্মাণের যে প্রস্তাব ডিসিরা দিয়েছেন তা নাকোচ কেন করা হলো প্রসঙ্গে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব বলেন, বহুতল ভবন করলে সেটা স্থায়ী হবে। সেটা আমরা সবাই বুঝি। কিন্তু আমরা কেন করিনা? সেটা হচ্ছে, বহুতল ভবন করতে গেলে যে পরিমান টাকার প্রয়োজন হবে, তাতে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়ন হবে না।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, বহুতল ভবন করা মানে ৫০ বছর থাকা। কিন্তু আশ্রয়ণের উদ্দেশ্য হচ্ছে, তারা এখান থেকে কিছু সময়ের জন্য থাকবে। এখান থেকে পরবর্তিতে নিজেদের অবস্থার উত্তরণ ঘটাবেন। তাই আমরা স্থায়ী স্টাকচারে যাইনি।
এ সময় ড. আহমদ কায়কাউস বলেন, আপনারা ডিসিরা পত্রপত্রিকায় লিখেছেন 'ডিসিদের দাবি'। আসলে এটা দাবি নয়। কোন সরকারি কর্মকর্তা এভাবে সরকারের কাছে দাবি করতে পারেন না। তারা যেটা পারেন সেটা হলো প্রস্তাবনা পাঠাতে পারেন।
এনএইচবি/কেএফ/