ডিসি সম্মেলন
ভূমি অধিগ্রহণ বিলম্বে প্রকল্প বাস্তবায়ন দেরি হয়: পরিকল্পনামন্ত্রী
ভূমি অধিগ্রহণ করতে বিলম্ব হওয়ায় প্রকল্প বাস্তবায়নে দেরি হয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘ভূমি অধিগ্রহণের বিষয়ে ডিসিদের সহায়তা আইনগতভাবেই প্রয়োজন। এটাকে আমরা আবারও হাইলাইট করেছি। কারণ আমাদের প্রকল্প বাস্তবায়নে ক্ষেত্রে অনেক দেরি হওয়ার প্রধান কারণ হচ্ছে ভূমি অধিগ্রহণের বিষয়টা। আইনগত ব্যাপারও আছে। এটিকে আরও দ্রুত করার জন্য আইনগত সহায়তা চেয়েছি। তারা সহায়তা দিচ্ছেন।’
মঙ্গলবার (১৮ জানুয়ারি) ডিসি সম্মেলনের প্রথম দিনে প্রথম কার্যঅধিবেশনে ডিসিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী।
পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘মাঠ পর্যায়ে যেন আইএমইডির স্থাপনা স্থাপন করা হয় সে বিষয়ে প্রধানমন্ত্রীর একটা অনুশাসন আছে। এটা বাস্তবায়নের জন্য আমরা বিভাগীয় পর্যায়ে অফিস করব। সেই অফিস খোলার জন্য আমরা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছি। আইএমইডিকে ছড়িয়ে দেওয়ার একটা পরিকল্পনা আছে।’
তিনি আরও বলেন, ‘উন্নয়ন কাজে তদারকি বাড়াতে এই পর্যায়ে বিভাগীয় আইএমইডি কার্যালয় চালু করা হবে। তবে কতদিন লাগে আমি বলতে পারছি না, কারণ সরকারের ভিতরে আমলাতান্ত্রিক ঘুরপাক আছে। সেই ঘুরপাক নিষ্পত্তি করে আমরা কাজটা করব। কারণ প্রধানমন্ত্রীর পরিষ্কার নির্দেশনা আছে যে, আইএমইডিকে শক্তিশালী করতে হবে। শক্তিশালী করার প্রথম শর্ত হচ্ছে একে ভালো যন্ত্র এবং ভালো মানুষ সঙ্গত পরিমানে দিতে হবে। সে জন্য আমরা জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ে ঘুরপাক খাচ্ছি। অবশ্যই কাগজ নিয়ে তাদের পরীক্ষা নিরীক্ষা কীার অধিকার আছে। সেই কাজ তারা করছেন। আমরা আশা করি, অচিরেই শেষ করতে পারব।’
এম এ মান্নান বলেন, ‘ডিসিদের আমরা বলেছি, প্রধানমন্ত্রী যেসব নির্দেশনা দেন, যেমন–বেশি করে গাছ লাগান, পশুপাখি হত্যা করবেন না। নদীর উপরে যেসব পুল, সেতু বানাচ্ছি, সেগুলো যেন হাইট ঠিক করে বানাই ইত্যাদি। এ সংক্রান্ত আমাদের একটা বই আছে। আমরা ডিসিদের বলেছি, এই বই ফলো করলে আপনারা সাহায্য পাবেন, সহায়তা পাবেন।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ডিসিদের তিন-চারটা সুপারিশ ছিল। তারা চেয়েছিলেন যেন জেলা পর্যায়ে কমিটি করা হয়। আমি বলেছি, কমিটি করার প্রয়োজন নেই। ডিসি হিসেবে আপনার এলাকায় কাজ দেখার অধিকার আপনার আছে। আমরা আপনাদের সঙ্গে ঘন ঘন যোগাযোগ করি, চিঠি দেই, বার্তা পাঠাই সেগুলো দেখে দেখে আপনারা করবেন। যদি কোনো বাধার সম্মুখীন হন, তাহলে আমরা তো আছি। অযথা কমিটি বানিয়ে ভারাক্রান্ত হয়ে যায়। এটার প্রয়োজন নেই। জেলা পর্যায়ে প্রকল্প বাস্তবায়নে কমিটি বানিয়ে তাদেরকে কমিটির প্রধান করার কথা তারা বলেছেন। আমি বলেছি, আমিও ডিসি ছিলাম। এটার প্রয়োজন নেই। ডিসির হাতে যথেষ্ট দায়িত্ব, ক্ষমতা আছে। এটা প্রয়োগ করা প্রয়োজন। তদারকির কাজটা আরও বেশি করার জন্য ডিসিদের বলেছি।’
এনএইচবি/এসএ/