শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

ছুটির দিনে ভিড় বাড়ছে বাণিজ্য মেলায়

নতুন ঠিকানায় শুরু হওয়া বাণিজ্য মেলায় প্রথম ছুটির দিন শুক্রবার (৭ জানুয়া‌রি) বাড়ছে দর্শনার্থীদের ভিড়। সকাল ৯টা থেকে মেলার কার্যক্রম শুরু হলেও বেলা ১১টার পর থেকে ধীরে ধীরে ভিড় বাড়তে থা‌কে।

ছুটির দিনে মেলায় ঢুঁ দেওয়ার অপেক্ষায় যারা ছি‌লেন, তারা আস‌তে শুরু ক‌রে‌ছেন। অনে‌কেই এসেছেন প‌রিবার প‌রিজন নি‌য়ে। তারা মেলা প্রাঙ্গন ঘু‌রে ঘু‌রে দেখ‌ছেন।

মেলার মাঠে নতুন নতুন পণ্যের পসরা সাজিয়েছে দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলো। নানা কারুকাজে সাজানো হয়েছে স্টল ও প্যাভিলিয়নগুলো। সুন্দর ছিমছাম পরিবেশ উপভোগ করছেন দর্শনার্থীরা।

শুক্রবার মেলার ৭ম দিনও কিছু স্টল ও প্যাভিলিয়নে পণ্যের পসরা সাজাতে দেখা গে‌ছে। আবার সাজানো স্টলগুলোতে দর্শনার্থী‌দের পণ্য দেখা‌তে ব্যস্ত ছিলেন বিক্রয় কর্মীরা।

অন্য বছরের চেয়ে এবার মেলা বেশি জমবে বলে মনে করছেন স্টল ও প্যাভিলিয়ন মালিকরা। প‌রিচ্ছন্ন প‌রি‌বে‌শে ঘু‌রে বেড়া‌নোর সুযোগ র‌য়ে‌ছে। কোনো ধুলাবালু নেই। রোদ কিংবা শীতের তীব্রতা নেই। মেলায় শিশুদের আকৃষ্ট করতে র‌য়ে‌ছে হরেক রকম আয়োজন। শিশুদের খেলার জায়গায় আছে নাগরদোলা, চরকি, সাম্পান, ট্রেন, কপ্টারসহ অ্যানিমেশন সিনেমা। শিশুদের সঙ্গে বড়রাও পাল্লা দিয়ে চড়ছেন নাগরদোলায়।

দিন যত গড়াবে বাণিজ্য মেলায় ক্রেতা ও দর্শনার্থীর সমাগম তত বাড়বে বলে আশা করছেন মেলা সং‌শ্লিষ্টরা। মেলায় অংশ নেওয়া নারী উদ্যোক্তা ইশরাত জাহান জানান, মেলায় এবার বেশ কেনাবেচা হবে। এখ‌নো কেনা‌বেচা শুরু হয়‌নি সেভাবে। মানুষ ঘু‌রে ফি‌রে দেখ‌ছেন।

এবার মেলায় বিভিন্ন ক্যাটাগরির ২৩টি প্যাভিলিয়ন, ২৭টি মিনি প্যাভিলিয়ন, ১৬২টি স্টল এবং ১৫টি ফুড স্টল রয়েছে। এ ছাড়াও র‌য়ে‌ছে তুরস্ক, ইরান, ভারত, পাকিস্তান, থাইল্যান্ডসহ বিদেশি প্রতিষ্ঠানের ১১টি স্টল।

এপি/এসএ/

Header Ad
Header Ad

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য নিহত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে ‘ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি’র (এফসি) চার সদস্য প্রাণ হারিয়েছেন। ঘটনাটি ঘটে শুক্রবার (২৫ এপ্রিল) সকালে কোয়েটার মারগেট এলাকায়। এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

পুলিশ জানায়, নিরাপত্তার দায়িত্বে থাকা এফসির একটি যান লক্ষ্য করে রাস্তার পাশে পেতে রাখা একটি শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটানো হয়। বোমা নিষ্ক্রিয়করণ দল পরে ঘটনাস্থলে পৌঁছে আরও বিস্ফোরকের খোঁজ করে।

নিহতদের মধ্যে রয়েছেন সুবেদার শাহজাদ আমিন, নায়েব সুবেদার আব্বাস, সিপাহী খলিল ও সিপাহী জাহিদ। আহতদের মধ্যে আছেন ল্যান্স নায়েক জাফর, ল্যান্স নায়েক ফারুক ও সিপাহী খুররম সেলিম—তাদের সবাইকে তাৎক্ষণিকভাবে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

পুলিশ এবং নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে এবং সন্দেহভাজনদের ধরতে জোর তল্লাশি অভিযান শুরু করেছে। বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানের প্রেক্ষাপটে এই হামলাকে প্রতিশোধমূলক বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

এদিকে হামলার ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি। প্রেসিডেন্ট হাউস থেকে দেওয়া বিবৃতিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলা হয়, “পুরো জাতি শহীদদের স্যালুট জানায়, এবং তাদের আত্মত্যাগ দেশের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।”

উল্লেখ্য, গ্লোবাল টেরোরিজম ইনডেক্স ২০২৫-এর সর্বশেষ প্রতিবেদনে পাকিস্তান সন্ত্রাসপ্রবণ দেশগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। সেখানে জানানো হয়, ২০২৪ সালে সন্ত্রাসী হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা আগের বছরের তুলনায় ৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে।

Header Ad
Header Ad

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি: সংগৃহীত

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্নেন্স (ইএমপিজি)’ প্রোগ্রামে ভর্তি হতে পরীক্ষায় অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এর অধীনে পরিচালিত এই প্রোগ্রামের সামার সেশন-২০২৫-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

পরীক্ষা শেষে প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম বলেন, “পরীক্ষায় ‘আসিফ মাহমুদ’ নামের একজন পরীক্ষার্থী অংশ নেন। পরে নিশ্চিত হই, তিনি সরকারের একজন উপদেষ্টা।”

পরীক্ষার ফলাফল এক থেকে দুই দিনের মধ্যেই প্রকাশ করা হবে এবং উত্তীর্ণ শিক্ষার্থীরাই চূড়ান্তভাবে ভর্তি হতে পারবেন বলে জানান তিনি।

আসিফ মাহমুদের পরীক্ষা দেওয়ার ছবি দুপুর গড়াতেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মহলে প্রশংসা কুড়ায়। একজন দায়িত্বশীল নীতিনির্ধারকের এ ধরনের একাডেমিক আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে।

উল্লেখ্য, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ পরিচালিত এই ইএমপিজি প্রোগ্রামটি মূলত উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, নীতিনির্ধারক, উন্নয়নকর্মী ও গবেষকদের জন্য ডিজাইন করা হয়েছে। এখানে পাবলিক পলিসি অ্যানালাইসিস, শাসন, অর্থনীতি, গবেষণা পদ্ধতি, প্রশাসনিক ব্যবস্থাপনা, নেতৃত্ব ও কৌশলগত পরিকল্পনা বিষয়ে পাঠদান করা হয়।

Header Ad
Header Ad

নওগাঁয় পুলিশ কনস্টেবল নিয়োগে প্রতারণার অভিযোগে গ্রেফতার ১

গ্রেফতার আব্দুল মতিন। ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁয় চলমান পুলিশ কনস্টেবল নিয়োগে প্রতারণার অভিযোগে আব্দুল মতিন (৫৩) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিনগত রাত ১১টার দিকে শহরের চকদেব পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে কয়েকটি ব্যাংকের সাক্ষরিত ব্ল্যাংক চেক ও ১০ লাখ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া সংক্রান্ত একটি চুক্তিনামা উদ্ধার করা হয়। গ্রেফতার আব্দুল মতিন নওগাঁ সদর উপজেলার মল্লিকপুর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।

সংবাদ সম্মেলন। ছবি: ঢাকাপ্রকাশ

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফারজানা হোসেন বলেন, পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের চলমান কার্যক্রমকে পুঁজি করে একটি দালাল চক্র প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পুলিশের গোয়েন্দা শাখার শহরের পৌরসভা এলাকায় অভিযান চালায়। অভিযানে আব্দুল মতিন নামে এক প্রতারক কনস্টেবল চাকরি প্রার্থীর অভিভাবকের সঙ্গে মোটা অঙ্কের অর্থের একটি চুক্তি করে। তাদের চুক্তির অর্থ লেনদেন চলাকালে গোয়েন্দা বাহিনীর সদস্যরা হাতেনাতে গ্রেফতার করে।

তিনি বলেন, পরে তার বাসায় অভিযান চালিয়ে একই ধরনের আরও একটি চুক্তিপত্র উদ্ধার করা হয়। যেখানে ভিকটিমের সঙ্গে প্রতারকের ১০ দশ লাখ টাকার বিনিময়ে পুলিশে নিয়োগ সংক্রান্ত চুক্তিনামা সম্পাদিত হয়েছে। প্রতারকের বিরুদ্ধেও সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রস্তুতি চলছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য নিহত
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নওগাঁয় পুলিশ কনস্টেবল নিয়োগে প্রতারণার অভিযোগে গ্রেফতার ১
শিগগিরই স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করবে সরকার: প্রেস সচিব
টাঙ্গাইলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী খুন
সৌদিতে মক্কার কাছেই জেনিফার লোপেজের নাচ-গান, ক্ষুব্ধ মুসল্লিরা
ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে, যা বলল জাতিসংঘ
হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
ময়ূখ রঞ্জনকে ‘গাধা’ বললেন অভিনেতা ঋত্বিক!
পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ৫ দিনের রিমান্ডে
ভারতীয় সেনার গুলিতে লস্করের শীর্ষ কমান্ডার আলতাফ লালি নিহত
ভারতের সঙ্গে উত্তেজনা ‘সর্বাত্মক যুদ্ধে’ রূপ নিতে পারে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন দলের আত্মপ্রকাশ
বাইক দুর্ঘটনায় প্রেমিক-প্রেমিকা নিহত
ঝিনাইদহে ট্রেন থেকে কোটি টাকার হেরোইন জব্দ
জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় নির্বাচিত হলো বাংলাদেশ
অপরাধী আ.লীগ নেতাদের জামাই আদরে আদালতে হাজির করা হচ্ছে
জুমার নামাজের ফজিলত, গুরুত্ব ও হাদিস
ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি (ভিডিও)
এবার ভারতীয়দের সকল ভিসা স্থগিত করল পাকিস্তান