ছুটির দিনে ভিড় বাড়ছে বাণিজ্য মেলায়
নতুন ঠিকানায় শুরু হওয়া বাণিজ্য মেলায় প্রথম ছুটির দিন শুক্রবার (৭ জানুয়ারি) বাড়ছে দর্শনার্থীদের ভিড়। সকাল ৯টা থেকে মেলার কার্যক্রম শুরু হলেও বেলা ১১টার পর থেকে ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে।
ছুটির দিনে মেলায় ঢুঁ দেওয়ার অপেক্ষায় যারা ছিলেন, তারা আসতে শুরু করেছেন। অনেকেই এসেছেন পরিবার পরিজন নিয়ে। তারা মেলা প্রাঙ্গন ঘুরে ঘুরে দেখছেন।
মেলার মাঠে নতুন নতুন পণ্যের পসরা সাজিয়েছে দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলো। নানা কারুকাজে সাজানো হয়েছে স্টল ও প্যাভিলিয়নগুলো। সুন্দর ছিমছাম পরিবেশ উপভোগ করছেন দর্শনার্থীরা।
শুক্রবার মেলার ৭ম দিনও কিছু স্টল ও প্যাভিলিয়নে পণ্যের পসরা সাজাতে দেখা গেছে। আবার সাজানো স্টলগুলোতে দর্শনার্থীদের পণ্য দেখাতে ব্যস্ত ছিলেন বিক্রয় কর্মীরা।
অন্য বছরের চেয়ে এবার মেলা বেশি জমবে বলে মনে করছেন স্টল ও প্যাভিলিয়ন মালিকরা। পরিচ্ছন্ন পরিবেশে ঘুরে বেড়ানোর সুযোগ রয়েছে। কোনো ধুলাবালু নেই। রোদ কিংবা শীতের তীব্রতা নেই। মেলায় শিশুদের আকৃষ্ট করতে রয়েছে হরেক রকম আয়োজন। শিশুদের খেলার জায়গায় আছে নাগরদোলা, চরকি, সাম্পান, ট্রেন, কপ্টারসহ অ্যানিমেশন সিনেমা। শিশুদের সঙ্গে বড়রাও পাল্লা দিয়ে চড়ছেন নাগরদোলায়।
দিন যত গড়াবে বাণিজ্য মেলায় ক্রেতা ও দর্শনার্থীর সমাগম তত বাড়বে বলে আশা করছেন মেলা সংশ্লিষ্টরা। মেলায় অংশ নেওয়া নারী উদ্যোক্তা ইশরাত জাহান জানান, মেলায় এবার বেশ কেনাবেচা হবে। এখনো কেনাবেচা শুরু হয়নি সেভাবে। মানুষ ঘুরে ফিরে দেখছেন।
এবার মেলায় বিভিন্ন ক্যাটাগরির ২৩টি প্যাভিলিয়ন, ২৭টি মিনি প্যাভিলিয়ন, ১৬২টি স্টল এবং ১৫টি ফুড স্টল রয়েছে। এ ছাড়াও রয়েছে তুরস্ক, ইরান, ভারত, পাকিস্তান, থাইল্যান্ডসহ বিদেশি প্রতিষ্ঠানের ১১টি স্টল।
এপি/এসএ/