বুধবার, ১৪ মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

অমিক্রন নিয়ে উদ্বেগ, এখনই লকডাউন নয়

মাস্ক না পরলে জরিমানা, নামছে মোবাইল কোর্ট

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, গাড়ি, ট্রেন, মসজিদ সব জায়গায় মাস্ক পরতে হবে। দোকানপাটে গেলে মাস্ক পরতে হবে। না পরলে জরিমানা করা হবে। মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। অমিক্রন প্রতিরোধে সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে।

অমিক্রন প্রতিরোধের বিষয়ে সোমবার কিছুক্ষণ আগে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘আশংকার বিষয় হচ্ছে করোনা বেড়ে যাচ্ছে। আজকে তিন দশমিক চার হয়েছে। যা এতদিন এক দশিমক পাঁচের নিচে ছিল। মৃত্যুহার এখনও কম আছে। কিন্তু সংক্রমণ বাড়লে আবারও মৃত্যুর হার বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এসব সিদ্ধান্ত কার্যকর করতে ১৫ দিন সময়ে দেওয়া হবে। বৈঠকে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। তার সবগুলো এখনই জানানো যাবে না। এটা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হবে।’

তিনি বলেন, ‘ল্যান্ড পোর্ট, সি পোর্ট সব জায়গায় স্ক্রিনিং করা হবে। এর ওপর জোর দেওয়া হবে।’ কোয়ারেন্টাইন প্রসঙ্গে তিনি বলেন, ‘ঢিলেঢালা কোয়ারেন্টাইন আমরা চাচ্ছি না। কোরায়েন্টাইন শক্তভাবে পালন করানোর ওপর জোর দেওয়া হয়েছে।’

লকডাউন বিষয়ে এক প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, ‘লকডাউনের সুপারিশ আমরা করিনি। লকডাউনে যেন যেতে না হয় সেজন্য আমরা প্রতিরোধের ওপর জোর দিচ্ছি।’

বিশেষ করে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান সীমিতভাবে করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পরিবহন সেক্টরে বলা হয়েছে, সিট ক্যাপাসিটির অনুপাতে যাত্রী কমিয়ে নেওয়ার জন্য। টিকা নেওয়ার উপর জোর দেওয়া হয়েছে। টিকা যারা নিয়েছেন তারা রেস্টুরেন্টে খেতে যেতে পারবেন, অফিস করতে পারবেন। তারা যে টিকা দিয়েছেন তার প্রমাণ থাকবে। টিকা না নিলে রেস্টেুরেন্টে খাওয়া যাবে না। এসব বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে।’

বিমান যাত্রীদের বিষয়ে একটি প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিমানে যারা ওঠেন তারা তো অনেক পরীক্ষা-নিরীক্ষা করে ওঠেন। তাদের নানারকম টেস্ট রিপোর্ট থাকতে হয়, আরটি-পিসিআর টেস্ট করতে হয়। তবে তারা যেন মাস্ক পরিধান করে আসেন তার ওপর জোর দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান চালু থাকবে। কিন্তু শিক্ষার্থীরা যেন টিকা গ্রহণ করেন। তার ওপর জোর দেওয়া হচ্ছে। অনেকে টিকা নেওয়ার ক্ষেত্রে অনিহা দেখাচ্ছেন। এটা যেন না হয় সেদিকে আমরা জোর দিচ্ছি।’

অমিক্রন কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে ব্যাপক আলোচনা হয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘আমাদের হাসপাতালগুলো প্রস্তুত আছে। অক্সিজেন আছে। বেড আছে। চিকিৎসকরা প্রশিক্ষিত। তারা জানে কিভাবে চিকিৎসা করতে হয়।’

বৈঠকে সরকারের সকল মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার, ডিসি, এসপি ও অন্য বাহিনীর সদস্যরা যুক্ত ছিলেন। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাও যুক্ত ছিলেন।

এনএইচবি/এএন

Header Ad
Header Ad

পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ নার্সিং শিক্ষার্থীরা, শাহবাগে যান চলাচল শুরু

পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ নার্সিং শিক্ষার্থীরা, শাহবাগে যান চলাচল শুরু। ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছিলেন ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। বুধবার (১৪ মে) রাত ৯টার দিকে পুলিশ লাঠিচার্জ করলে তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং পরবর্তীতে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন।

পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে তিনজন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এবং একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে আসা নার্সিং শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগ মোড়ে পৌঁছান। শাহবাগ থানার সামনে পুলিশ ব্যারিকেড দিলেও শিক্ষার্থীরা তা অতিক্রম করে মোড়ে অবস্থান নেন, ফলে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

বিক্ষোভ চলাকালে রাত ৯টার দিকে পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে সরাতে লাঠিচার্জ শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

আহত শিক্ষার্থী আভি শেখ বলেন, "আমরা পুলিশের কাছে মাত্র ১০ মিনিট সময় চেয়েছিলাম, যাতে শান্তিপূর্ণভাবে সড়ক ছেড়ে যেতে পারি। কিন্তু সেই সময় না দিয়ে তারা সরাসরি লাঠিচার্জ করে। এতে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন, কয়েকজন হাসপাতালে ভর্তি আছেন।" তিনি আরও জানান, "আমরা এখন শহীদ মিনারে অবস্থান নিয়েছি এবং সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।"

লাঠিচার্জের পর শিক্ষার্থীরা শাহবাগ মোড় ছেড়ে যাওয়ায় সেখানে যান চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোড়ে অবস্থান নিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

Header Ad
Header Ad

অভিযানে ক্ষতিগ্রস্ত ৩ রিকশাচালককে দেড় লাখ টাকা অনুদান, পাবেন চাকরিও

ক্ষতিগ্রস্ত তিন রিকশাচালকের হাতে অনুদানের অর্থ তুলে দেন ডিএনসিসি প্রশাসক। ছবি: সংগৃহীত

রাজধানীর আসাদগেট এলাকায় অভিযান চালিয়ে ব্যাটারিচালিত রিকশা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত তিন রিকশাচালককে দেড় লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সেইসঙ্গে তাদের চাকরির ব্যবস্থাও করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

বুধবার (১৪ মে) ডিএনসিসি ভবনে এক অনুষ্ঠানে প্রশাসকের নিজ কার্যালয়ে ক্ষতিগ্রস্ত তিন চালকের হাতে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকার চেক তুলে দেন তিনি।

ডিএনসিসি প্রশাসক বলেন, "মানবিক দিক বিবেচনায় আমরা এই সহায়তা দিয়েছি। তবে এটা এককালীন। ভবিষ্যতে মূল সড়কে অবৈধ ব্যাটারিচালিত রিকশা চলাচল করলে একই ব্যবস্থা নেওয়া হবে।" তিনি আরও জানান, চাকরির ব্যবস্থা করে দিতে এরই মধ্যে ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) ডিএনসিসি ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) যৌথভাবে আসাদগেট এলাকায় অভিযান চালিয়ে মূল সড়কে চলাচলরত অবৈধ ব্যাটারিচালিত বেশ কিছু রিকশা জব্দ করে। কিছু রিকশা গুঁড়িয়ে দেওয়া হয়, যার ফলে ক্ষতিগ্রস্ত হন কয়েকজন চালক।

এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এবং গণমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে ডিএনসিসি প্রশাসকের। পরে তিনি দ্রুত সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন এবং তা বাস্তবায়ন করেন।

ডিএনসিসি প্রশাসক আরও জানান, রাজধানীর প্রধান সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা অপসারণ করা হচ্ছে। সরকার ইতোমধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অনুমোদিত মডেলে ব্যাটারিচালিত রিকশা উৎপাদনের অনুমতি দিয়েছে কয়েকটি কোম্পানিকে।

তিনি বলেন, "এসব রিকশাচালককে প্রশিক্ষণের মাধ্যমে বৈধ রিকশা পরিচালনার সুযোগ দেওয়া হবে। ব্র্যাকের সহায়তায় প্রায় এক লাখ রিকশাচালককে প্রশিক্ষণ দেওয়া হবে, যা চলতি মাসেই শুরু হবে।"

Header Ad
Header Ad

বিশ্বের ‘সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট’ হোসে মুজিকা মারা গেছেন

হোসে ‘পেপে’ মুজিকা। ছবি: সংগৃহীত

উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে ‘পেপে’ মুজিকা আর নেই। জীবনের ৮৯ বছরের সংগ্রামী পথচলা থেমে গেল ক্যানসারের কাছে। মঙ্গলবার (১৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এ মৃত্যুসংবাদ জানান উরুগুয়ের বর্তমান প্রেসিডেন্ট ইয়ামান্দু ওর্সি।

২০২৪ সালের শুরুতে মুজিকার গলায় ক্যানসার ধরা পড়ে। দীর্ঘ চিকিৎসার পরও শেষ রক্ষা হয়নি। মৃত্যুর খবর জানিয়ে প্রেসিডেন্ট ওর্সি লিখেছেন, "আপনি আমাদের জন্য যা রেখে গেছেন, তা ইতিহাস হয়ে থাকবে। আপনার মানুষকে ভালোবাসার শিক্ষা আমাদের পথ দেখাবে।"

হোসে মুজিকার জীবন ছিল নাটকীয় বাঁকে ভরা। একসময় তিনি ছিলেন তুপামারোস নামের সশস্ত্র বামপন্থী আন্দোলনের সদস্য, যিনি রাষ্ট্রীয় দমন-নিপীড়নের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন। ওই সময় ব্যাংক ডাকাতি থেকে শুরু করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিলেন। এর জেরে একাধিকবার গ্রেফতার হন এবং প্রায় ১৪ বছর বন্দিজীবনে কাটান, যার মধ্যে এক দশকই কাটে একাকী কারাবন্দিত্বে।

১৯৮৫ সালে গণতন্ত্র ফিরে এলে সাধারণ ক্ষমায় মুক্তি পান মুজিকা। এরপর শুরু হয় তার রাজনৈতিক রূপান্তর। তিনি কেন্দ্র-বাম রাজনৈতিক জোট ‘ফ্রেন্তে অ্যাম্পলিও’-তে যোগ দেন এবং ২০০৯ সালে ৭৪ বছর বয়সে উরুগুয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

রাষ্ট্র পরিচালনায় আসার পর মুজিকা একের পর এক সাহসী সংস্কার চালান। গর্ভপাত ও সমলিঙ্গ বিয়ে বৈধ করেন, গাঁজা ব্যবহারে আইন শিথিল করেন এবং নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দিয়ে উরুগুয়েকে এগিয়ে নিয়ে যান পরিবেশবান্ধব রাষ্ট্র হিসেবে।

কিন্তু তাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় তার জীবনযাপন ঘিরে। প্রাসাদ ছেড়ে একটি ছোট খামারে বসবাস, পুরনো ভক্সওয়াগন বিটল গাড়ি চালানো, নিজের বেতনের ৯০ শতাংশ দান—এসবই তাকে ‘বিশ্বের সবচেয়ে গরিব প্রেসিডেন্ট’ উপাধি এনে দেয়।

একবার বলেছিলেন, “রাজনীতি বিলাসের জায়গা নয়, সাধারণ মানুষের মতো জীবনযাপন করাই উচিত একজন নেতার। নয়তো তারা মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।”

মুজিকার মৃত্যুতে লাতিন আমেরিকার রাজনীতিতে এক শূন্যতা সৃষ্টি হলো। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম বলেন, “তার প্রজ্ঞা ও সরলতা ছিল বিশ্ববাসীর জন্য এক অনন্য উদাহরণ।” চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচ স্মরণ করে লেখেন, “তিনি দেখিয়ে গেছেন, সব কিছু আরও ভালোভাবে করা সম্ভব।”

২০২৪ সালের শেষ দিকে চিকিৎসায় সাময়িক উন্নতি হলেও ২০২৫ সালের জানুয়ারিতে জানা যায়, ক্যানসার তার যকৃতে ছড়িয়ে পড়েছে। শেষ সময় পর্যন্ত রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি, বিভিন্ন রাষ্ট্রীয় আয়োজনে যোগ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন তরুণ রাজনীতিকদের।

এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি মরতে যাচ্ছি—তবে একজন যোদ্ধা হিসেবে, যে তার কাজ শেষ করে বিশ্রামে যাচ্ছে।”

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ নার্সিং শিক্ষার্থীরা, শাহবাগে যান চলাচল শুরু
অভিযানে ক্ষতিগ্রস্ত ৩ রিকশাচালককে দেড় লাখ টাকা অনুদান, পাবেন চাকরিও
বিশ্বের ‘সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট’ হোসে মুজিকা মারা গেছেন
পিএসএলে দল পেলেন সাকিব আল হাসান!
বিজিবির অভিযানে মেহেরপুর সীমান্তে ৯৪ লাখ টাকার স্বর্ণসহ আটক ২
আ.লীগ সরকারের করা চুক্তিতে শেখ হাসিনাকে দেশে ফেরানো সম্ভব: দুদক
আইপিএলে ডাক পেলেন মোস্তাফিজ, বিসিবি জানে না কিছুই!
টাঙ্গাইলে জেমসের কনসার্টে মোবাইল চুরির হিড়িক, থানায় ১২৯ জিডি
ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৬ মে
আত্মপক্ষের সুযোগ হারালেন টিউলিপ সিদ্দিক
১ মাস না যেতেই পাল্টে গেল ডেসটিনির রফিকুলের দলের নাম
অশ্লীলতার অভিযোগে ৬ অভিনেত্রী ও ৩ নির্মাতার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল থেকে রেইড: আসিফ মাহমুদ
ইসরায়েলের বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলা (ভিডিও)
আইপিএলে ৬ কোটিতে মুস্তাফিজকে দলে নিল দিল্লি ক্যাপিটালস
টাঙ্গাইলে বিএনপি নেতার কারখানায় ডাকাতি, গ্রেফতার ৯
সেলিব্রিটি ক্রিকেটে চ্যাম্পিয়ন গিগাবাইট টাইটানস, উচ্ছ্বসিত সিয়াম-মেহজাবীনরা
এপ্রিলে আইসিসির মাসসেরা ক্রিকেটার মিরাজ
সমাবর্তনে ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
যে কারণে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি