আমার রক্তের ভেতরে আওয়ামী লীগ: সোহেল তাজ
আমার রক্তের ভেতরে আওয়ামী লীগ উল্লেখ করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, ‘আমি রাজনৈতিক পরিবারের সন্তান। আমার বাবা শহীদ তাজউদ্দীন আহমদ মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আমার মা ১৯৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন’।
সোমবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে ১৫ আগস্টের শহীদদের শ্রদ্ধা জানাতে রাজধানীর বনানী কবরস্থানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আওয়ামী রাজনীতিতে ফিরছেন কি না এমন প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, ‘আমি আওয়ামী লীগে ছিলাম, আছি ও থাকব। বরাবরই বলে এসেছি, আমাকে যদি প্রয়োজন হয়, যখন ডাকবেন আমাকে তখনই পাবেন।’
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশের প্রতি যেই অবদান সেটি সঠিকভাবে তুলে ধরতে হবে। আমাদের সুন্দর বাংলাদেশ গড়তে হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে। সোনার বাংলা গড়তে হলে আমাদের সোনার মানুষ তৈরি করতে হবে। নিজেদের ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে শোকাহত এই দিনে আমাদের সবারই শপথ নেওয়া উচিত।’
সোমবার সকাল ৭টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বনানী কবরস্থানে শ্রদ্ধা জানান। এর পর বনানী কবরস্থান সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পরে ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়র, ছাত্রলীগ সভাপতি, সোহেল তাজসহ সর্বস্তরের মানুষ বনানী কবরস্থানে শায়িত ১৫ আগস্টের শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
আরএ/