বিএনপি-পুলিশ সংঘর্ষে আইন ও সালিশ কেন্দ্রের নিন্দা
ভোলা সদর উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে গুলিতে একজন নিহত এবং দুই পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
আসক এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করা এবং হতাহতের জন্য দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বক্তব্য জানায় আসক।
গণমাধ্যমের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ জুলাই বেলা ১১টার দিকে ভোলা জেলা সদরের মহাজনপট্টিতে বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনার দাবিতে বিএনপির ডাকা বিক্ষোভ সমাবেশে সংঘর্ষের ঘটনা ঘটে।
বিএনপির দাবি, পুলিশ অতর্কিত তাদের শান্তিপূর্ণ সমাবেশে বাধা দিয়ে গুলি চালিয়েছে। অন্যদিকে, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সমাবেশের অনুমতি না নিয়ে মিছিল বের করায় পুলিশ বাধা দিলে বিএনপি নেতাকর্মীরা তাদের উপর চড়াও হয়।
কেএম/এমএমএ/