ইসির রাজনৈতি সংলাপে যাচ্ছে না জেএসডি
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পরামর্শ নিতে সংলাপের আয়োজন করেছে নির্বাচন কমিশন ( ইসি)। গত ১৭ জুলাই থেকে শুরু হওয়া এই সংলাপে বেশ কয়েকটি দল অংশ নিয়েছে। তবে বিএনপিসহ কয়েকটি দল সংলাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।
নিবন্ধিত ৩৯টি দলকেই আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। এই সংলাপে অংশগ্রহণ করে রাজনৈতিক দলগুলো তাদের অভিজ্ঞতা ও আগামী নির্বাচন কিভাবে গ্রহণযোগ্য করা যায় তার পরামর্শ দিয়েছে।
রবিবার (২৪ এপ্রিল) পাঁচটি দলের সঙ্গে সংলাপ হওয়ার কথা রয়েছে। এরমধ্যে জাতীয় সমাজ তান্ত্রিক দল (জেএসডি) সংলাপে অংশগ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে।
অন্য যে সব দল সংলাপে অংশগ্রহণ করবে এরমধ্যে রয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। দলটির আমীর হযরত মাওলানা হাফেজ আতাউল্লাহ ইবনে হাফেজীরের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল যাবে। তাদের সঙ্গে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বৈঠক চলবে। এরপর জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে একটি প্রতিনিধি দল দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত সংলাপে অংশ গ্রহণ করবে। তাছাড়া বিকাল ৪টা হতে ৫টা পর্যন্ত সংলাপ হওয়ার কথা রয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সঙ্গে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংলাপ চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। যে সংলাপে ক্ষমতাসীন আওয়ামী লীগ ছাড়াও তারদের মিত্র দলগুলো অংশগ্রহণ করবে।
এসএম/