ঢাকায় কাল থেকে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকর
গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস বা হাফ ভাড়া নিতে রাজি হয়েছে পরিবহন মালিক সমিতি। বুধবার (১ ডিসেম্বর) থেকে বেসরকারি মালিকানাধীন গণপরিবহনে অর্ধেক ভাড়ায় চলতে পারবে শিক্ষার্থীরা। সড়ক পরিবহন মালিক সমিতি মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ মঙ্গলবার (৩০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
সপ্তাহে কার্যদিবসগুলোতে শিক্ষার্থীদের এ হাফ পাস বা হাফ ভাড়া কার্যকর হবে সকাল ৭ টা থেকে রাত ৮ পর্যন্ত। হাফ ভাড়া দেওয়ার জন্য শিক্ষার্থীদের দেখাতে হবে ছবিযুক্ত পরিচয়পত্র। সাপ্তাহিক ছুটি ও অন্য ছুটির দিন শিক্ষার্থীরা হাফ ভাড়া দিতে পারবে না। কেবল ঢাকা মহানগরীর মধ্যে এ ব্যবস্থা কার্যকর হবে।
খন্দকার এনায়েত উল্লাহ বলেন, যেসব শিক্ষার্থী বাসে উঠে অর্ধেক ভাড়া দেবেন, তাদের কাছে নিজ নিজ প্রতিষ্ঠানের আইডি থাকতে হবে। সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত শিক্ষার্থীরা অর্ধেক ভাড়া দিতে পারবেন।
এর আগে শিক্ষার্থীদের জন্য বাসে অর্ধেক বা হাফ ভাড়া চালু করা বিষয়ে বিআরটিএ এবং পরিবহনমালিক ও শ্রমিকদের মধ্যে কয়েক দফা বৈঠক হয়।
/এএন/এসএ/