খাতুনগঞ্জে তেলের দাম কমলেও সুফল পাচ্ছে না ভোক্তারা
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমেছে। তার প্রভাবে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র খাতুনগঞ্জে ভোজ্যতেলের দাম কমতে শুরু করেছে। প্রতি মন ভোজ্য তেলে ১২০০ টাকা থেকে ১৩০০ টাকা পর্যন্ত কমেছে। কেজিতে কমেছে ৩০ টাকা। তবে সরকার নতুন করে কম রেট ঘোষণা না দেওয়ায় এর সুফল পাচ্ছে না ভোক্তারা।
বৃহস্পতিবার খাতুনগঞ্জে সরেজমিনে গেলে পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ীরা জানান, পাইকারদের আড়তে ভোজ্য তেলের দাম কমে যাওয়ায় প্রভাব পড়তে শুরু করেছে খুচরা পর্যায়ে। খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাষ্ট্রি অ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছৈয়দ ছগির আহমদ ঢাকাপ্রকাশ-কে বলেন, 'ভোজ্যতেলের দাম অনেক কমেছে। প্রতি মনে ১২০০ টাকা থেকে ১৩০০ টাকা পর্যন্ত কমেছে। ইতিমধ্যে খুচরা পর্যায়ে দাম কমতে শুরু করেছে। দাম আরও কমবে। মূলত আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারে কমতে শুরু করেছে'।
এদিকে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকার মেসার্স বিসমিল্লাহ স্টোরের মালিক ইদরিছ সওদাগরও বলেন, 'মন প্রতি দাম কমে যাওয়ায় খুচরা পর্যায়ে দাম কমতে শুরু করেছে। প্রতি লিটার খোলা সয়াবিন তেল এখন বিক্রি হচ্ছে ১৪৫ টাকা করে। যা কয়েকদিন আগেও ১৮৫ টাকা করে বিক্রি হয়। কিন্তু বোতলজাত সয়াবিন তেলের দাম এখনো তেমন কমেনি। আশা করি, অল্প সময়ের মধ্যে খোলা সয়াবিনের মতো বোতলজাত সয়াবিন তেল এবং সরিষার তেলের দাম কমবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ার অজুহাতে মিলমালিকরা গত রমজানের ঈদের পর ৫ মে এবং সর্বশেষ বাজেট ঘোষণার দিনই ৯ জুন ভোজ্যতেলের দাম বাড়ায় ভোজ্যতেল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এ নিয়ে দেশে হই-চই পড়লে পরে ২৭ জুন থেকে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা কমিয়ে ১৯৯ টাকা দাম নির্ধারণ করে। ৫ লিটারের বোতলের দাম নির্ধারণ করা হয় ৯৮০ টাকা। এছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা, পাম অয়েল ১৫৮ টাকা লিটার নির্ধারণ করা হয়।
এদিকে খাতুনগঞ্জে লিটারে ২০ থেকে ৩০ টাকা কমে বিক্রি করা হলেও রাজধানীসহ সারা দেশে ভোক্তাদের বেশি দামেই কিনতে হচ্ছে সয়াবিন তেল। বাজারে কমছে না কেন সয়াবিন তেলের দাম। এ ব্যাপারে চাইলে পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলা ঢাকাপ্রকাশ-কে বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমেছে। তার প্রভাবে খাতুনগঞ্জেও কমেছে। কিন্তু সরকার ও মিলমালিকরা যে রেট নির্ধারণ করে দিয়েছে তার কমে তো কেউ বিক্রি করবে না। ছুটির কারণে আগের রেটেই সব তেল বিক্রি করা হচ্ছে। আশা করি ছুটি শেষে আগামী সপ্তাগে সরকার নতুন করে তেলের দাম নির্ধারণ করে দিবে। তাহলে ভোক্তারা কম দামে কিনতে পারবে সয়াবিন তেল।
জেডএ/এএজেড
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)