শিনজো আবের মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের শোক
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর শোক প্রকাশ করেছে।
শনিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয় তার বিদেহী আত্মার চিরশান্তি কামনার পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবার ও বন্ধুপ্রতিম রাষ্ট্র জাপানের নাগরিকদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।
শিনজো আবে বাংলাদেশের একজন পরীক্ষিত বন্ধু ছিলেন। বাংলাদেশ ও জাপানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাঙ্গিণ অংশীদারিত্বমূলক সম্পর্কে উন্নীত করার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালনের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যুতে বিশ্ব রাজনীতিতে একটি অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।
আততায়ীর হামলায় নিহত আবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে। শোকপালনের অংশ হিসেবে শনিবার বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
এ ছাড়াও শোক দিবসে তার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
আরইউ/এসএন