ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নিয়ন্ত্রণ কক্ষ চালু
ঈদুল আজহা উপলক্ষে সড়কের নিরাপত্তা, শৃঙ্খলা, যানজট, মহাসড়ক থেকে গরুর হাট সরানোসহ সামগ্রিক বিষয় তদারকি করতে নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে সড়ক ও মহাসড়ক বিভাগ। গ্রামমুখী মানুষের ঈদযাত্রা সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সংক্রান্ত একটি অফিস আদেশ রবিবার (৩ জুলাই) জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
আগামী ৬ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত বনানীতে বিআরটিএ সদর দপ্তরে স্থাপিত এ নিয়ন্ত্রণ কক্ষ ২৪ ঘণ্টা খোলা থাকবে। মন্ত্রণালয়, বিআরটিএ, বিআরটিসি, ডিটিসিএ ও ডিএমটিসিএল এর ৫২ জন কর্মকর্তা ও কর্মচারী পালাক্রমে নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালন করবেন।
সড়ক ও মহাসড়ক বিভাগ সূত্রে জানা গেছে, ঈদের সময় ৬ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত দেশের সবকটি জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে যানজট পরিস্থিতি, নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়টি জোরালোভাবে মনিটরিং করা হবে।
কোথাও যানজট বা বিশৃঙ্খলা দেখা দিলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সমস্যার সমাধান করার পদক্ষেপ নেওয়া হবে। কোথাও নিরাপত্তা সংকট দেখা দিলে সঙ্গে সঙ্গে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া জাতীয় বা আঞ্চলিক মহাসড়কের কোথাও কোরবানির পশুর হাট যাতে না বসে সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। ঈদের দিন কোরবানি শেষে সড়ক ও মহাসড়কে যাতে পশুর চামড়ার হাট বসিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করা হয় সেটিও তদারকি করা হবে নিয়ন্ত্রণ কক্ষ থেকে।
নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন সড়ক ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব (এস্টেট) ইউছুব আলী মোল্লা। নিয়ন্ত্রণ কক্ষের নিয়মিত যোগাযোগ করা যাবে-৫৫০৪০৭৩৭ ও মোবাইল নম্বর -০১৫৫০০৫১৬০৬।
এনএইচবি/এসএন