ঈদের আগে সাস্ট খুলছে না
লেখা ও ছবি : নুরুল ইসলাম রুদ্র, প্রতিনিধি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা এবং গবেষণা মহাবিদ্যালয়-‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’-এ সিলেটের বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ক্লাস ও পরীক্ষা এবং গবেষণাসহ সব কার্যক্রম আবার পিছিয়ে দেওয়া হয়েছে।
ঢাকাপ্রকাশ ২৪.কমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নুরুল ইসলাম রুদ্র আরো জানিয়েছেন, ‘আমাদের প্রশাসন জরুরী সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।’
‘কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতেও এই তথ্য জানানো হয়েছে’-বলেছেন তিনি।
বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক ছাত্র, ছাত্রীদের অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম বলেছেন, ‘সিলেট-সুনামগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যাপরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আমাদের সাস্টে চলমান সেমিস্টার পরীক্ষাগুলো ফের স্থগিত ঘোষণা করা হয়েছে।’
স্যার বলেছেন, ‘ঈদের পর বন্যাপরিস্থিতি স্বাভাবিক হলে স্থগিত হওয়া পরীক্ষাগুলো নিয়ে নেওয়া হবে।’
সাস্টের কোষাধ্যক্ষ বলেছেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় খোলা হলে স্থগিত কোর্সগুলোর রুটিনও দেওয়া হবে।’
প্রথম বর্ষের সেমিস্টারগুলোর ছাত্র, ছাত্রীদের ক্লাস শুরু করতে তাগিদ দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ।
অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম এই বিষয়ে বলেছেন, ‘আমাদের যেকোনো বিভাগের, যেকোনো সেমিস্টারের, যেকোনো কোর্সের, কোনো একটি ক্লাসের মেয়াদও বাকি থাকলে অধ্যাপকরা অনলাইনের মাধ্যমে ক্লাস নিয়ে কোর্সগুলো সম্পন্ন করে দেবেন।’
উল্লেখ্য, ভারত থেকে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সিলেটে ভয়াবহ বন্যা হয়েছে।
তাতে প্লাবিত হয়েছে নামকরা গবেষণা ও উচ্চশিক্ষাভিত্তিক বিশ্ববিদালয় পূণ্যভূমি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
ক্যাম্পাসে পানি বেড়ে যাওয়ায় ১৭ জুন থেকে সব ক্লাস ও পরীক্ষা বন্ধ করে দেন ভিসি স্যার।
কর্তৃপক্ষীয় আদেশে এরপর থেকে বিশ্ববিদ্যালয়টিতে সব ধরণের ক্লাস ও পরীক্ষা বন্ধ।
প্রশাসনিক এবং দপ্তরিক কার্যক্রমও স্থগিত।
ওএস।