বৈদেশিক কর্মসংস্থান বাড়ায় রেমিট্যান্সও বাড়বে: ইমরান আহমদ
বৈদেশিক কর্মসংস্থান বাড়ায় রেমিট্যান্স প্রবাহ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ।
বৃহস্পতিবার (৩০ জুন) মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং এর আওতাধীন সংস্থাগুলোর মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরিতে অধিক গুরুত্ব আরোপের তাগিদ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, এ অর্থবছরে বৈদেশিক কর্মসংস্থান বেড়েছে। তাই রেমিট্যান্স প্রবাহ বাড়ারও সম্ভাবনা রয়েছে।
মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন সভাপতিত্বে চুক্তিগুলো সই হয়। চুক্তিতে সই করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহিদুল আলম এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মো. বিল্লাল হোসেন।
আরইউ/এমএমএ/