সাভারে দুর্ঘটনায় নিহত বৈজ্ঞানিক কর্মকর্তা পুজা ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন
সাভারের বলিয়াপুরে দুটি বাস ও একটি ট্রাকের সংঘর্ষের ঘটনায় ৩ বৈজ্ঞানিক কর্মকর্তা নিহত হন। পুলিশ ও চিকিৎসক বলছে, এর মধ্যে বৈজ্ঞানিক পুজা সরকার (২৯) ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
রবিবার (৫ জুন) বিকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নির্বাহী কর্মকর্তা ড. আনোয়ারুল ও সাভার মডেল থানার (ওসি) কাজী মঈনুল এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈজ্ঞানিক কর্মকর্তা পুজা সরকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৪১ তম ব্যাচের সাবেক শিক্ষার্থী। তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একজন বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। তার বাড়ি গাজীপুর জেলায়। তার স্বামীর নাম তন্ময় মজুমদার ।
অন্যদিকে একই ঘটনায় নিহত আরেকজন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আরিফুজ্জামান । তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের ৩৫ তম ব্যাচের সাবেক শিক্ষার্থী।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আতিকুর রহমান বলেন, এ দুর্ঘটনায় পরমাণু কমিশনের গাড়িটির সব চেয়ে বেশি ক্ষতি হয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মইনুল বলেন, বৈজ্ঞানিক কর্মকর্তা পুজা সরকার ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন।
প্রসঙ্গ, ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়াপুর এলাকায় সকাল ৯টার দিকে সেইফ লাইনের একটি বাস নিয়ন্ত্রণ হাড়িয়ে বিভাজন টপকে পরমাণু শক্তি কমিশনের বাস ও একটি ট্রাককে ধাক্কা দেয়।
এ ঘটনায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুজ্জামান আরিফ, পুজা সরকার, কাউসার রাব্বি ও পরমাণু শক্তি কমিশনের বাসের চালক রাজিব হোসেন নিহত হন। আহত হন আরও ৩০ জন তারা সবাই চিকিৎসাধীন রয়েছেন।
কেএম/