গ্যাসের দাম বাড়ানোয় বৈষম্যের শিকার প্রিপেইড গ্রাহকরা
গ্যাসের দাম সব পর্যায়ের গ্রাহকদের জন্য গড়ে ২২ দশমিক ৭৮ শতাংশ দাম বাড়ানো হলেও প্রিপেইড মিটারের গ্রাহকদের ক্ষেত্রে বেড়েছে যা ৪২ দশমিক ৮৬ শতাংশ। অর্থাৎ গ্যাসের দাম বৃদ্ধির ভুক্তোভোগী বেশি হচ্ছেন প্রিপেইড মিটাররে গ্রাহকরা।
আবাসিক খাতে ১ চুলার গ্যাসের দাম প্রতি মাসে ৯২৫ টাকা থেকে বাড়িয়ে ৯৯০ টাকা এবং ২ চুলার ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ১০৮০ টাকা করা হয়েছে।
এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বিইআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যাান মোহাম্মদ আবু ফারুক জানান, প্রিপেইড মিটারের গ্রাহকরা সাধারণত মাসে ৪০ থেকে ৪৫ ঘনমিটার গ্যাস ব্যবহার করেন। আর যাদের প্রিপেইড মিটার নাই তারা কী পরিমাণ গ্যাস ব্যবহার করেন তার হিসাব নাই।
আমরা চাই গ্যাস চুরি কমাতে এমন অবস্থানের কথা জানিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের এ সংক্রান্ত কিছু সুপারিশ পূর্ণাঙ্গ আদেশে থাকবে।
এই সিদ্ধান্ত প্রিপেইড মিটারের গ্রাহকদের প্রতি অমানবিক কি না এমন প্রশ্নের জবাবে বিইআরসি সদস্য মকবুল ই ইলাহী চৌধুরী বলেন, ‘আমরা এটা নিয়ে কাজ করছি। ধাপে ধাপে কমিয়ে আনা হবে।’
প্রিপেইড গ্রাহকদের মিটার দ্রুত ‘আপডেট’ করতে বলছে বিইআরসি। মকবুল ই ইলাহী বলেন, প্রিপেইড মিটারের ক্ষেত্রে নতুন দাম আজ থেকেই কার্যকর হবে। পরবর্তী রিচার্জ থেকে তাদের টাকা সমন্বয় করা হবে।
আরইউ/এমএমএ/