চেয়ারম্যান প্রার্থীর হুংকারে বাঁশখালীর চাম্বল ইউপি নির্বাচন স্থগিত করল ইসি
আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী ইভিএমের বাটন চাপ নিয়ে প্রভাব বিস্তারের ইঙ্গিত দিয়ে কথা বলায় নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।
রবিবার (৫ জুন) নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক গণসংযোগ ও যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উক্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক চৌধুরী ঘোষণা দেন যে, ভোটকেন্দ্রে ইভিএমের বাটন টিপতে না পারলে টিপে দেওয়ার জন্য নিজের লোক রাখবেন এবং ইভিএমকে যথেচ্ছভাবে ব্যবহার করে বিজয় ছিনিয়ে আনার হুমকি দিয়েছেন। একইসঙ্গে ইভিএম না থাকলে রাতেই সব ভোট নিয়ে ফেলতেন এমন বক্তব্য বিভিন্ন পত্রিকা, টেলিভিশন ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায় এবং পরবর্তীতে স্থানীয় প্রশাসন এবং নির্বাচন কর্মকর্তার মাধ্যমে তদন্তে বিষয়টি প্রমাণিত হয়।
উল্লিখিত কার্যক্রম ইউয়নিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এবং দণ্ডবিধি অনুযায়ী অপরাধ। উল্লিখিত প্রেক্ষাপটে চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের (জি.আর মামলা) করার জন্যও কমিশন নির্দেশনা প্রদান করেছেন।
এসএম/এমএমএ/