সীতাকুণ্ডে বিস্ফোরণে ফায়ার সার্ভিসের মহাপরিচালকের শোক
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণে ফায়ার সার্ভিসের পাঁচ কর্মী নিহত হয়েছেন।
হতাহতের এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
নিহতদের মধ্যে মনিরুজ্জামান নামে একজনের পরিচয় শনাক্ত করা গেছে। তিনি কুমিরা ফায়ার স্টেশনে নার্সিং অ্যাটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। ফায়ার সার্ভিসের ১৫ জন কর্মী এখনও সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আরও দুইজন কর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না।
শনিবার (৪ জুন) দিবাগত রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণ হয়। চট্টগ্রাম ও আশপাশের সব ফায়ার স্টেশন আগুন নিয়ন্ত্রণে আনতে অংশ নেয়। এতে উদ্ধারকর্মীরাও গুরুতর আহত হন। এর মধ্যে পাঁচজন কর্মীর মৃত্যু হয়। আরও ১৫ জন কর্মী সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুইজনের সংবাদ পাওয়া যায়নি। এখন পর্যন্ত ২৫টি ইউনিট দুর্ঘটনাস্থলে কাজ করছে। চট্টগ্রাম ছাড়াও কুমিল্লা, খাগড়াছড়িসহ বিভিন্ন আশপাশ এলাকা থেকে ফায়ার ইউনিট কাজ করছে।
সবশেষ ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ২০ জনের বিশেষ হ্যাজম্যাট (হ্যাজারডাস মেটারিয়াল) টিম চট্টগ্রামে যাচ্ছে।
এসএন