মালিকপক্ষের লোকদের খুঁজছে ফায়ার সার্ভিস
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন বলেছেন, চট্টগ্রামের বিএম কনটেইনার ডিপোতে লাগা ভয়াভহ আগুনের সেই বিভীষিকাময় রাত শেষ হয়েছে কিন্তু এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী আগুনে পাঁচ ফায়ার ফাইটারসহ ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিকের ও বেশি।
রবিবার (৬ জুন) সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন আমরা মালিকপক্ষের কাউকে পাচ্ছে না। সবাইকে খুজছি তারা গেল কোথায়।
ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন বলেন, আগুন লাগার খবর পাওয়ার পর রাত থেকেই আমাদের ফায়ার সার্ভিস কাজ করছে। লাশের সংখ্যা আরও বাড়তে পারে।
তিনি অভিযোগ করে বলেন, অগ্নিকাণ্ডের পর থেকে মালিকপক্ষ কাউকে পাচ্ছি না। মালিকদের কাউকে পেলে আমরা জানতে পারতার কোন কনটেইনারে কী আছে। এটা আমাদের জানা নেই। এজন্য উদ্ধার কাজে আমাদের বেগ পেতে হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা এখনো ভেতরে পুরোপুরি ঢুকতে পারছি না। এ ঘটনায় ফায়ারের পক্ষ থেকে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের বিশেষ টিম কাজ করছে। কনটেইনারগুলোতে যেহেতু কেমিক্যাল ছিল সেজন্য ঢাকা থেকে ফায়ারের ২০ সদস্যের হেজবোর্ড টিম আনা হচ্ছে। তারা বিদেশ থেকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত।
কেএম