মেট্রোরেলের নিচের সড়কের উন্নয়নে ১২৭৬ কোটি টাকার চুক্তি
মেট্রোরেলের নিচের সড়কের সামগ্রিক উন্নয়নে বিশ্বব্যাংকের সঙ্গে ১৫০ মিলিয়ন ডলারের (১ হাজার ২৭৬ কোটি টাকা) চুক্তি করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। শনিবার (৪ জুন) দুপুরে ডিএনসিসির নগর ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেয়র। সম্প্রতি মেয়রস মাইগ্রেশন কাউন্সিল (এমএমসি) ও বিশ্বব্যাংকের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফর শেষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আইসিএম প্রকল্পের আওতায় মিরপুর ১২ থেকে ফার্মগেট হয়ে বাংলামোটর পর্যন্ত এমআরটি-৬–এর নিচের সাড়ে ১০ কিলোমিটার সড়কে অবকাঠামো উন্নয়নের কাজ করা হবে জানিয়ে মেয়র বলেন, এসব উন্নয়নের মধ্যে রয়েছে ৫০টি ইলেকট্রিক বাস নামানো, ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা, বাস-বে, যাত্রীছাউনি, আধুনিক টিকিট বিক্রয়কেন্দ্র, মেট্রোরেলের সঙ্গে সংযোগ সড়কের উন্নয়ন, ট্রাফিক সংকেতের আধুনিকায়ন, কেন্দ্রীয় ট্রাফিক নিয়ন্ত্রণ এবং গাড়ি পার্কিংয়ের সুবিধা তৈরিতে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রভৃতি।
মেয়র জানান, প্রকল্পের কাজ ২০২৩ সালের শেষের দিকে শুরু হবে। প্রকল্পের মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত। সংবাদ সম্মেলনে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম এবং মেয়রের সঙ্গে সফরে যাওয়া চারজন ওয়ার্ড কাউন্সিলর উপস্থিত ছিলেন।
আরইউ/এএজেড