কোরবানির ঈদে সারাদেশে র্যাবের বিশেষ নজরদারি
আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে মহাসড়কে চুরি-ডাকাতি, ছিনতাই-চাঁদাবাজি রোধে বিশেষ নজরদারি বৃদ্ধি করবে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (৪ জুন) দুপুরে রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান, র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
সাভারের বালিয়ারপুর মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতচক্র ঠাণ্ডা-শামীম বাহিনীর ১১ সদস্যকে গ্রেপ্তারের পর তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রোজার ঈদের আগে আমরা ৫ শতাধিক চাঁদাবাজ-ছিনতাইকারী গ্রেপ্তার করেছি। এবার কোরবানির ঈদকে কেন্দ্র করে মাথাচাড়া দিয়ে উঠেছে অপরাধীরা। তাদের দমনে আমাদের র্যাবের পক্ষ থেকে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি বলেন, রোজার ঈদ থেকে কোরবানি ঈদকে কেন্দ্র করে মহাসড়কে ডাকাত-ছিনতাইকারী ও চাঁদাবাজরা সক্রিয় হয়ে ওঠে। তারা ট্রাক থেকে গরু নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে র্যাবের পক্ষ থেকে এই নিরাপত্তা জোরদার করা হবে।
কেএম/এএস