বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরের সড়ক অবরোধ পোশাকশ্রমিকদের
বেতন বৃদ্ধির দাবিতে মিরপুর ১০ নম্বর এলাকা থেকে ১৪ নম্বর রাস্তা পর্যন্ত অবোরোধ করে আন্দোলন করছে পোশাক শিল্পের শ্রমিকরা। শনিবার (৪ জুন) দুপুর আড়াইটার দিকে তারা মিরপুর সড়ক অবরোধ করে এ আন্দোলন শুরু করে।
মিরপুর মডেল থানা ও কাফরুল থানার কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
আন্দোলন শ্রমিকদের দাবি, সঠিক মত বেতন ভাতা প্রদান করা হচ্ছে না। সেই সঙ্গে দীর্ঘদিন একই বেতনে চাকরি করতে হচ্ছে।
শ্রমিকরা বলছে, আমরা আজ বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছি। আমাদের দাবি আদায় না হলে আন্দোলন চলবে।
আন্দোলনরত গার্মেন্টস শ্রমিক জব্বার বলেন, আমাদের দাবি মেনে না নিলে আমরা আন্দোলন চালিয়ে যাব।
মিরপুরে আন্দোলনরত আরেক শ্রমিক অনিকা বেগম বলেন, আমরা কর্মের মাধ্যমে সফল হতে চাই। কারোর করুনা অথবা ভিক্ষা চাই না। আন্দোলন চলছে এবং চালিয়ে যাব। দাবি না মানলে ফ্যাক্টরিতে যাব না।
দেখা যায়, আন্দোলনরতদের পুলিশ ১০ নম্বর গোল চত্বর ছেড়ে দিতে বললে আন্দোলন পোশাক শ্রমিকরা। ১ নম্বর এ যাওয়ার রাস্তা, ও ২ নম্বর এ যাওয়ার রাস্তা অবরোধ করে রাখে।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, সাধারণ গার্মেন্ট শ্রমিকরা মিরপুর ১০ নম্বর এলাকা থেকে ১৪ নম্বর এলাকার রাস্তা অবোরোধ করে বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শিল্পের শ্রমিকরা আন্দোলন করে। এরপর আমাদের থানা পুলিশ তাদের রাস্তা ছেড়ে দিয়ে আন্দোলন করতে বলে পরে তারা রাস্তা ছেড়ে দিচ্ছে।
কেএম/