মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার চান সালমান এফ রহমান
র্যাবের বিরুদ্ধে দেওয়া মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে ফেরত চেয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে মার্কিন যুক্তরাষ্ট্রের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনারের সঙ্গে বৈঠককালে সালমান এফ রহমান এ অনুরোধ করেন।
শনিবার (৪ জুন) ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বৈঠকে উপদেষ্টা সালমান এফ রহমান মার্কিন সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব র্যাবের কর্মকর্তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ করেন।
এ ছাড়া বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরাতেও জন ফিনারের সহায়তা কামনা করেন সালমান এফ রহমান।
জন ফিনার বাইডেন প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা। তিনি মার্কিন রাষ্ট্রপতির সহকারী হিসেবেও কাজ করছেন।
আরইউ/এমএমএ/