মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ | ১৯ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

জলবায়ু অভিবাসীদের পুনর্বাসনের ভার বৈশ্বিক সম্প্রদায়কে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

জলবায়ু অভিবাসীদের পুনর্বাসনের ভার বৈশ্বিক সম্প্রদায়কে ভাগ করে নিতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

শুক্রবার (৩ জুন) স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) আয়োজিত “শান্তির পরিবেশ: ঝুঁকির নতুন যুগে ন্যায্য ও শান্তিপূর্ণ উত্তরণ সুরক্ষিত” শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তৃতাকালে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

আন্তঃসংযুক্ত বিশ্বে জলবায়ুর প্রভাবে স্থানচ্যুতি বিশ্বব্যাপী নিরাপত্তা ঝুঁকির দিকে নিয়ে যেতে পারে বলে সতর্ক করেন পররাষ্ট্রমন্ত্রী। জলবায়ু অভিবাসীদের পুনর্বাসনের বোঝা আন্তর্জাতিক সম্প্রদায়ের ভাগ করে নেওয়া উচিত বলে জোর দেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, লাখ লাখ জলবায়ু অভিবাসী প্রায়ই বিভিন্ন ধরনের নিরাপত্তা ঝুঁকি ও শোষণের শিকার হয়। তাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় যথেষ্ট কাজ করছে না। জলবায়ু-নিরাপত্তা নেক্সাস ও চ্যালেঞ্জ মোকাবিলায় একটি এনফোর্সমেন্ট মেকানিজম সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা তৈরির তাত্পর্যের উপর জোর দেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী মাতিলদা এরনক্রানসের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং জলবায়ু পরিবর্তন, শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা করেন।

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে ফিরিয়ে আনতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে সুইডিশ মন্ত্রীর প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) নির্বাহী পরিচালক ইনগার অ্যান্ডারসেনের সঙ্গেও দেখা করেছেন এবং কীভাবে পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত বিষয়ে ইউএনইপির সঙ্গে সহযোগিতা জোরদার করা যায় সে বিষয়ে আলোচনা করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সফল প্রতিক্রিয়ার প্রশংসা করেন ইনগার অ্যান্ডারসেন। তিনি জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় ইউএনইপি কর্তৃক আয়োজিত জলবায়ু প্রযুক্তি তহবিল থেকে বাংলাদেশকে সহায়তা করার প্রস্তাব করেন।

"কোভিড-১৯ মহামারি থেকে একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক পুনরুদ্ধার অর্জন" শীর্ষক নেতৃত্বের সংলাপে বক্তৃতাকালে পররাষ্ট্রমন্ত্রী জাতি, ধর্ম নির্বিশেষে সবার জন্য একটি টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের জন্য প্রযুক্তি এবং অর্থনৈতিক স্বার্থের মধ্যে বিভাজন কাটিয়ে ওঠার পরামর্শ দেন।

তিনি জলবায়ু অভিযোজন, প্রশমন ও স্থিতিস্থাপকতায় বিনিয়োগ বাড়ানো, খাদ্য উৎপাদন ও ব্যবহারের ধরন পরিবর্তন এবং প্রাকৃতিক বাসস্থান ও জীববৈচিত্র্যের ক্ষতি বন্ধ করার সুপারিশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন ১৯৭২ সালের জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলনের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত স্টকহোম+৫০ আন্তর্জাতিক বৈঠকে অংশ নিতে সুইডেনের স্টকহোমে ৩ দিনের সফর করেন।

আরইউ/এসএন

 

Header Ad
Header Ad

শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাচ্ছেন ঢাবি অধ্যাপক সি আর আবরার

অধ্যাপক ড. সি আর আবরার। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. সি আর আবরার।

আগামীকাল বুধবার তাঁর শপথ হতে পারে। আজ (মঙ্গলবার) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

সরকারি পরিবহন সূত্র জানিয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামীকাল একটি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে ।

বর্তমানে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্বপালন করছেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

গত ২৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন মো. নাহিদ ইসলাম। এরপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আলম। এবার আরেকজন নতুন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়ার কথা জানানো হলো।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। কয়েক দফায় নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের সদস্যসংখ্যা এখন ২১।

Header Ad
Header Ad

যাত্রীদের নিরাপত্তায় মেট্রোরেলের ভেতরে পুলিশ মোতায়েন

যাত্রীদের নিরাপত্তায় মেট্রোরেলের ভেতরে পুলিশ মোতায়েন। ছবি: সংগৃহীত

মেট্রোরেলের ভেতরে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আজ থেকে এমআরটি পুলিশ সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছে। মেট্রোরেলের প্রতিটি ট্রেনে দুইজন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যারা যাত্রীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা নিয়ন্ত্রণ, অতিরিক্ত নিরাপত্তা প্রদান ও বিভিন্ন ধরনের সহায়তা করবেন।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের দপ্তর মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।

দপ্তর সূত্রে জানা গেছে, এমআরটি পুলিশ সদস্যরা মেট্রোরেলের কোচগুলোতে টহলে থাকবেন এবং যাত্রীদের নিরাপত্তা ও অন্যান্য সমস্যা সমাধানে কাজ করবেন।

প্রতিটি ৬ কোচ বিশিষ্ট ট্রেনে দুইজন পুলিশ সদস্য মোতায়েন করা হবে। তাই বর্তমানে চলমান ১০টি ট্রেনে মোট ২০জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। তারা সকাল থেকে দুপুর এবং দুপুর থেকে রাত—এই দুটি শিফটে কাজ করবেন। পাশাপাশি স্টেশনগুলোতে যারা দায়িত্ব পালন করছেন, তারা তাদের নির্ধারিত দায়িত্বে থাকবেন।

এমআরটি পুলিশ সদস্যরা যাত্রীদের বাচ্চা, বৃদ্ধ অথবা হারানো মালামাল খুঁজে বের করা, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং যাত্রীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শান্ত করার মতো নানা সমস্যা সমাধান করবে।

মেট্রোরেল ও স্টেশনের নিরাপত্তার জন্য ২০২৩ সালের নভেম্বরে ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ কার্যক্রম শুরু করে।

Header Ad
Header Ad

ভারতের কারাগারে বন্দি ১০৬৭ বাংলাদেশি এবং পুলিশ লাইনে বন্দিশালার খোঁজ পেয়েছে গুম কমিশন

ছবি: সংগৃহীত

ভারতের বিভিন্ন কারাগারে বন্দি ১০৬৭ বাংলাদেশির তালিকা ও পুলিশ লাইনে গোপন বন্দিশালার খোঁজ পেয়েছে গুম কমিশন গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি।

কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে গত দুই-আড়াই বছরে আটক হওয়া বাংলাদেশিদের নাম ও ঠিকানাসহ একটি তালিকা পাওয়া গেছে। বর্তমানে কমিশন যাচাই করছে—এই তালিকায় গুম হওয়া কোনো ব্যক্তি রয়েছে কিনা।

কমিশন জানায়, বাংলাদেশের সীমান্তবর্তী জেলা পুলিশের সুপার ও বিজিবি কর্মকর্তাদের কাছ থেকে ভারত থেকে পুশইন হওয়া ব্যক্তিদের তথ্য চাওয়া হলে ১৪০ জনের একটি তালিকা পাওয়া গেছে। তবে এই তালিকায় গুম হওয়া ব্যক্তিদের নাম এখনও পাওয়া যায়নি।

এছাড়া, গুম সংক্রান্ত তদন্ত কমিশন জানিয়েছে, এ পর্যন্ত ১,৭৫২টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে প্রায় ১,০০০টি অভিযোগ যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। গুমের শিকার হয়ে ফিরে না আসা ৩৩০ জনের বর্তমান অবস্থাও খতিয়ে দেখা হচ্ছে।

কমিশনের প্রধান মইনুল ইসলাম চৌধুরী বলেন, "গুমের ঘটনায় বিভিন্ন বাহিনীর সদস্য জড়িত থাকলেও পুরো বাহিনীকে দায়ী করা উচিত নয়। অপরাধীদের ব্যক্তিগত দায় নির্ধারণ করা হবে।"

গুম সংক্রান্ত তদন্ত কমিশন জানিয়েছে, পুলিশের গোপন বন্দিশালা পাওয়ার তথ্য মিলেছে। কমিশনের সদস্য নূর খান জানান, বগুড়া পুলিশ লাইনে এ ধরনের একটি বন্দিশালা পাওয়া গেছে, যেখানে বিভিন্ন স্থান থেকে বন্দিদের জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হতো।

তিনি বলেন, "পুলিশ লাইনের ভেতরে গোপন বন্দিশালা তৈরি করা হয়েছিল, যা একেবারে অবৈধ ছিল। আমাদের ধারণা, এ ধরনের বন্দিশালা আরো থাকতে পারে।" গুম কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, এই ধরনের বন্দিশালা গত ১৫ বছরের মধ্যে নির্মিত হয়েছিল এবং গত ১০-১২ বছরে এমন স্থাপনা বেশি তৈরি হয়েছে। এখানে বন্দিদের নিয়ে আসা হতো, জিজ্ঞাসাবাদ ও নির্যাতন চলত, এবং কিছু ক্ষেত্রে বন্দিরা মৃত্যুবরণও করেছে।

এ বিষয়ে গুম কমিশন জানিয়েছেন, ভবিষ্যতে এসব গোপন বন্দিশালার আরও সন্ধান পাওয়া যেতে পারে।

প্রসঙ্গ, আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিভিন্ন শ্রেণির মানুষকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ‘বিশেষ’ স্থানে রাখা হতো, যা পরবর্তীতে ‘আয়নাঘর’ নামে পরিচিতি পায়। সুইডেনভিত্তিক সংবাদমাধ্যম নেত্র নিউজে প্রতিবেদন প্রকাশিত হলে এসব স্থান সম্পর্কে জনসাধারণ জানতে পারে। গুম হওয়া ব্যক্তিদের অনেকেই শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর আয়নাঘর থেকে ফিরে আসেন এবং তাদের বয়ানে উঠে আসে আয়নাঘরের ভয়াবহতার চিত্র।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাচ্ছেন ঢাবি অধ্যাপক সি আর আবরার
যাত্রীদের নিরাপত্তায় মেট্রোরেলের ভেতরে পুলিশ মোতায়েন
ভারতের কারাগারে বন্দি ১০৬৭ বাংলাদেশি এবং পুলিশ লাইনে বন্দিশালার খোঁজ পেয়েছে গুম কমিশন
জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য: আমিনুল হক
মার্কিন গোয়েন্দা প্রধান ও শেখ হাসিনার বৈঠক, যা জানা গেল
৯১ দিনে কোরআনের হাফেজ ৬ বছরের আব্দুর রহমান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বাধ্যতামূলক ডোপ টেস্ট
উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম
নতুন দলের বেশিরভাগ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে: এম এ আজিজ
রোজাদারকে ইফতার করানোর বিশেষ পুরস্কার
প্রধান উপদেষ্টার আপত্তিতেই ‘ডেভিল হান্ট’ নাম বদলের সিদ্ধান্ত
ভারতের প্রতিশোধ নাকি আবার অস্ট্রেলিয়া?
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় দুই চা শ্রমিক নিহত, আহত ১৮
নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি চলছে: হাসনাত আব্দুল্লাহ
মার্কিন অনুদান বন্ধে ভারতে ট্রান্সজেন্ডার হাসপাতালগুলোর কার্যক্রম স্থগিত
পদত্যাগ করেছেন ইরানের ভাইস-প্রেসিডেন্ট জাভেদ জারিফ
পুরোনো সংবিধান রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় : নাহিদ ইসলাম
খালেদা জিয়ার শারী‌রিক অবস্থা স্থি‌তিশীল: ডা. জা‌হিদ  
রাবির তথ্য অফিসার পদে নিয়োগ পেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা
বধ্যভূমিতে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল এনসিপি