আইন মেনে হজ পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
ফাইল ফটো
যারা হজে যাচ্ছেন তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা যারা হজে যাবেন অবশ্যই সৌদি আরবের নিয়ম কানুন এবং আইন সবাইকে মেনে চলতে হবে। হজের সব আইন মেনে চলবেন। নিজের এবাদত-বন্দেগি যেমন করবেন, পাশাপাশি দেশের মান সম্মান রক্ষা করা এটাও কিন্তু সবার কর্তব্য। নিজেরা নিজেদের সুস্থ রাখার চেষ্টা করবেন।
শুক্রবার (০৩ জুন) সকালে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে হজ কার্যক্রম-২০২২ এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
হাজীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন। প্রাকৃতিক দুর্যোগ অথবা করোনাভাইরাসের মত অতিমারির হাত থেকে যেন এই দেশ রক্ষা পায়, বিশ্ব রক্ষা পায় সেই দোয়া করবেন।
তিনি বলেন, আমরা যেভাবে দেশের অর্থনৈতিক উন্নতি করছি এই উন্নয়নের পথে যেন এগিয়ে যেতে পারি। দেশের প্রতিটি মানুষ যেন অন্ন, বস্ত্র, বাসস্থানের সুযোগ পায়, উন্নত জীবন পায়, সুন্দর জীবন পায় সে জন্য দোয়া করবেন। দেশবাসীর জন্য দোয়া করবেন।
হজ ব্যবস্থাপনায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনায় যাতে সুস্থ হয় তার জন্য হজ ও ওমরা ব্যবস্থাপনা আইন ২০২১ প্রণয়ন করেছি এবং হজযাত্রীরা যাতে কোনোরকম হয়রানি ছাড়া হজ পালন করতে পারেন তার জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছি। ৯৬ সালে সরকারে আসার পর থেকে আমাদের প্রচেষ্টা ছিল হজ ব্যবস্থাপনাকে উন্নত করা। আমরা ধাপে ধাপে সেই ব্যবস্থাটা করতে সক্ষম হয়েছি। ডিজিটাল পদ্ধতিতে ই-হজ ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। যার ফলে পূর্বে হাজীদের কষ্ট হতো এখন আর সেই কষ্ট হয় না। সেই কষ্টটা দূর করতে পেরেছি।
এসএম/আরএ/