ইউক্রেনে ক্ষতিগ্রস্ত জাহাজ দ্রুত দেশে আনার সুপারিশ
ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত বিএসসি’র জাহাজের তদন্ত কমিটিতে মন্ত্রণালয়কে দ্রুত একজন মেরিটাইম আইনজীবী নিয়োগ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
সেইসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত হয়ে জাহাজে ক্ষেপনাস্ত্র হামলার শিকার হওয়ার কারণ উদঘাটন করে জাহাজ দ্রুততার সহিত দেশে ফেরাতে বর্তমান করণীয় পদক্ষেপ গ্রহনে সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ করে।
কমিটি থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান এর আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে।
বৃহস্পতিবার (২ জুন) সংসদ ভবনে অনুষ্ঠিত নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে সুপারিশ করা হয়।
নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪৫তম বৈঠকে (বিশেষ সভা) কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন।
বৈঠকে কমিটির সদস্য নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, মাহফুজুর রহমান, এম আব্দুল লতিফ, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, এবং এস এম শাহজাদা অংশগ্রহণ করেন।
বৈঠকে গত-২৩ মে একটি দৈনিক জাতীয় পত্রিকায় সচিত্র প্রতিবেদনসহ প্রকাশিত ‘দখল দূষণে চট্রগ্রামের কর্ণফুলী নদীর প্রশস্ততা ও গভীরতা কমছে। বড় অংশজুড়ে জেগেছে চর। ভাটার সময় আটকে যায় নৌযান।’ সংবাদটিতে ভুল তথ্য প্রকাশ করেছে বলে কমিটি চট্রগ্রাম বন্দর ও মন্ত্রণালয়কে সঠিক তথ্য উপাত্তি উপস্থাপনার মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরায় কমিটির পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়।
কর্ণফুলী নদীর সঙ্গে সংযুক্ত নিষ্কাশন খালসমূহে প্রয়োজনীয় ট্র্যাপ নির্মাণে দ্রুত পদক্ষেপ গ্রহণ সেইসঙ্গে নদীরক্ষায় ড্রেজিং এর মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় বন্দর কর্তৃপক্ষ ও মন্ত্রনালয়কে জোরালো পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে।
বৈঠকে ‘ট্যানারি’ ও অন্যান্য শিল্পবর্জ্যে দূষিত হচ্ছে ধলেশ্বরী নদী’ একটি দৈনিক জাতীয় দৈনিকে এই শিরোনামে প্রকাশিত সংবাদ সম্পর্কে আলোচনা হয়। কমিটি ঢাকার সন্নিকটে বুড়িগঙ্গা নদী এক বছরের মধ্যে দূষণমুক্ত করার সুপারিশ করে এবং শিল্প মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে যৌথভাবে কাজ করার উদ্যোগ গ্রহণের সুপারিশ করে।
এ ছাড়া পরিবেশ উন্নয়নে স্কুলে শিশুদের সম্পৃক্ত করে পরিবেশ রক্ষায় তাদের অবদানে পুরষ্কৃত করার ও শিক্ষা মন্ত্রণালয়কে পরিবেশ রক্ষায় করণীয় কার্যাবলি কারিকুলামে অন্তভূর্ক্ত করতে চিঠি পাঠানোর বিষয়ে মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি।
বৈঠকে সন্দ্বীপ উপজেলার কুমিড়া-গুপ্তছড়া নৌরুটের যাত্রী পারাপারের সমস্যা নিয়ে মাননীয় সংসদ সদস্য মাহফুজুর রহমানের চিঠির উপর আলোচনা অনুষ্ঠিত হয়। মানুষের দুর্দশা কমাতে দ্রুত সন্দ্বীপে হোবার ক্রাফ্ট দেওয়ার বিষয়ে সুপারিশ করে।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিব, চট্রগ্রাম বন্দর কতৃর্পক্ষের চেয়ারম্যান, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ শিপিং করপোরেশনের সচিব, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
এসএম/এমএমএ/