মালদ্বীপে বৈধ হতে আবেদন করতে হবে নিয়োগকর্তার
মালদ্বীপে অবৈধ বাংলাদেশিদের বৈধ হতে আবেদন করতে হবে নিয়োগকর্তার।
বৃহস্পতিবার (২ জুন) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈধ কাগজপত্র ছাড়াই মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জানানো যাচ্ছে যে, বৈধ হওয়ার জন্য বর্তমানে আপনি যেখানে কাজ করছেন সেই মালিককে ইকনোমিক ডেভেলপমেন্ট মিনিস্ট্রিতে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে। এক্ষেত্রে কোনো মধ্যস্থতাকারী বা তৃতীয় কোনো ব্যক্তির সাহায্য প্রয়োজন নেই। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপের ভিসা দেয় না। হারানো পাসপোর্ট নবায়ন করার ক্ষেত্রে অবশ্যই পাসপোর্টধারী ব্যক্তিকে হাইকমিশনে উপস্থিত হয়ে আবেদন দাখিল করতে হবে।
ওয়ার্ক পারমিট সংক্রান্ত কোনো তথ্য প্রয়োজন হলে ইকনোমিক ডেভেলপমেন্ট মিনিস্ট্রিতে (ফোন ১৫০০) (ইমেইল xpat@1500help.mv) যোগাযোগ করা যেতে পারে।
আরইউ/এসএন