মাদক পাচার বন্ধে বিজিবি-বিজিপির সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত
মিয়ানমার থেকে ইয়াবা ও আইসের মতো মাদক পাচার বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলামের সই করা বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার (১ জুন) মিয়ানমারের মংডুতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বিজিপির মংডু ১ নম্বর কমান্ডিং অফিসার পুলিস ব্রিগেডিয়ার জেনারেল টেট লউইনের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। অন্যদিকে বিজিবির আঞ্চলিক সদর দপ্তর, কক্সবাজারের আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উস-সাকিবের নেতৃত্বে ১৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশ নেয়।
সম্মেলনে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাপনা, মিয়ানমার থেকে অবৈধভাবে ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস) সহ বিভিন্ন মাদকদ্রব্য পাচার, মিয়ানমার থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ রোধ নিয়ে ফলপ্রসূ ও বিস্তারিত আলোচনা হয়েছে। এ ছাড়া আন্তঃসীমান্ত অপরাধ দমন, সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের ক্যাম্প বা আস্তানা অপসারণ, সীমান্তে ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) স্থাপন এবং মিয়ানমারের কাঁটাতারের বেড়ায় বৈদ্যুতিক সংযোগ স্থাপনের বিষয়েও আলোচনা হয়।
কেএম/এসএন