মিতালী এক্সপ্রেস যাত্রা শুরু করছে আজ
আজ বুধবার (১ জুন) থেকে ঢাকা ও ভারতের জলপাইগুড়ির মধ্যে বাণিজ্যিকভাবে চলাচল শুরু করছে মিতালী এক্সপ্রেস ট্রেন।
স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে ট্রেনটির ভার্চুয়াল ফ্ল্যাগ অফ করবেন বাংলাদেশের রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং ভারতের রেলমন্ত্রী শ্রী আশ্বিনি বৈষ্ণব। ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে উদ্বোধন করা হবে মিতালি এক্সপ্রেস এর আনুষ্ঠানিক যাত্রা।
উদ্বোধনী অনুষ্ঠানে যোগদিতে রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ভারতে অবস্থান করছেন।
রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, মিতালী এক্সপ্রেস ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত চলাচল করবে। ট্রেনটি ভারতের হলদিবাড়ি স্টেশন হয়ে বাংলাদেশের চিলাহাটি দিয়ে বাংলাদেশ প্রবেশ করবে।
নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত চলাচলে ট্রেনটির সময় লাগবে ৯ ঘণ্টা ৫৫ মিনিট। নিউ জলপাইগুড়ি মিতালী এক্সপ্রেসের ছাড়ার সময় ১১টা ৪৫ মিনিট (আই এস টি) এবং ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন পৌঁছার সময় রাত ২২টা ৩০ মিনিট ( বি এস টি)। একইভাবে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ট্রেনটি ছাড়বে রাত ২১টা ৫৯ মিনিটে (বি এস টি) এবং নিউ জলপাইগুড়ি পৌঁছাবে স্থানীয় সময় সকাল ৭টা ১৫ মিনিটে।
মিতালি এক্সপ্রেস চলবে সপ্তাহে দুই দিন। ভারতের নিউ জলপাইগুড়ি থেকে রবিবার ও বুধবার। ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে যাবে সোমবার ও বৃহস্পতিবার।
এ ট্রেনের ভাড়া নির্ধারণ করা হয়েছে যথাক্রমে এসি বার্থ ৫২৫৫, এসি সিট ৩৪২০, এসি চেয়ার ২৭৮০ টাকা। এদিকে আজ সকালেই নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেনটি বর্ণিল সাজে সাজানো হয়েছে। ট্রেনের যাত্রা ঘিরে সেখানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
এনএইচবি/এসএন