বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র: পিটার হাস
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশে সুষ্ঠু ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। এজন্য বাংলাদেশের জনগণকেই এগিয়ে আসতে হবে।
মঙ্গলবার (৩১ মে) জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব টকে এসব কথা বলেন পিটার হাস।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে ও যুক্তরাষ্ট্র আগামী ৫০ বছরে সম্পর্ক এগিয়ে নিতে কাজ করে যাবে, যেভাবে গত ৫০ বছর কাজ করে গেছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভয়ভীতিহীন সাংবাদিকতা সম্পর্কে যুক্তরাষ্ট্র সবসময় উৎসাহ দিয়ে থাকে।
এসময় ডিক্যাব সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সভাপতি রেজাউল করিম লোটাস।
আরইউ/এসজি/