ধান-চালের অবৈধ মজুতের বিরুদ্ধে মাঠে নামছে ৮ টিম
ভরা মৌসুমেও চালের বাজার অস্থির হয়ে উঠায় সরকার কঠোর অবস্থান নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার একদিনের মাথায় চাল ধান-চালের অবৈধ মজুতদারির বিরুদ্ধে আজ মঙ্গলবার (৩১ মে) থেকে অভিযানে নেমেছে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের আটটি টিম। একই সঙ্গে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে অভিযান পরিচালনার জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একাধিক সূত্রে এ সব তথ্য জানা গেছে।
চলতি মৌসুমে বোরো ফসল উঠার পরও দেশের অভ্যন্তরীণ বাজারে চালের দাম প্রতিনিয়ত বাড়ছে। সরকার নানাভাবে চেষ্টা করেও বাজার নিয়ন্ত্রণে রাখতে পারছে না। এই অবস্থায় গত রবিবার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার দেশের বিভিন্ন জেলার খাদ্য কর্মকর্তা জেলা প্রশাসক সহ খাদ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ভার্চ্যুয়ালি বৈঠক করেন। ওই বৈঠকে বিভিন্ন পর্যায় থেকে উঠে আসা তত্ত্বে জানা যায় ব্যবসায়ীরা ধান চাল মজুত করার কারণে বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। বৈঠকে অংশ নিয়ে একাধিক ব্যবসায়ীও এই অভিযোগ তোলেন।
অভিযোগ পাওয়া যায়, বড় বড় বিভিন্ন কোম্পানি তাদের অন্যান্য ব্যবসার পাশাপাশি এই মৌসুমে এসে হঠাৎ করে দেশের বিভিন্ন এলাকা থেকে ধান-চাল সংগ্রহ করে মজুদ করার কারণে বাজারে সংকট তৈরি হয়েছে। ফলে ধান চালের বাজার ভরা মৌসুমেও চড়া।
চালের বাজার পরিস্থিতি নিয়ে সোমবার (৩০ মে) মন্ত্রিসভা বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠক থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্যমন্ত্র সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে মজুদদারির বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য।
মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন চালের বাজার নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন। কারা ধান চাল মজুদ করছেন তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন।
এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশনার একদিনের মাথায় খাদ্য মন্ত্রণালয় আজ মঙ্গলবার থেকে ধান-চালের অবহিত মজুদদারির বিরুদ্ধে অভিযানে নেমেছে।
খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, মঙ্গলবার থেকে মন্ত্রণালয়ের তিনটি এবং খাদ্য অধিদপ্তরের পাঁচটি টিম মাঠে নেমেছে। টিমের সদস্যরা কেউ অবৈধ মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে কিনা তা খতিয়ে দেখবে এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আইনগত ব্যবন্থা নিতে কাজ করবে।
একই সঙ্গে খাদ্য মন্ত্রণালয় সারাদেশের ৬৪ জেলা প্রশাসক ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চিঠি পাঠিয়ে নির্দেশনা দিয়েছে ধান-চালের মজুদদারির বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য।
একইসঙ্গে এনএসআই, র্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকেও এ বিষয়ে ব্যবস্থা নিতে পত্র দেবে খাদ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার সচিবালয় খাদ্য মন্ত্রণালয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সব সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই ওই সভা থেকে কৃষি, খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে সমন্বিত সভা করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া মজুতদার সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য খাদ্য মন্ত্রণালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমে অবৈধ মজুদের তথ্য জানাতে +৮৮০২২২৩৩৮০২১১৩, ০১৭৯০৪৯৯৯৪২ এবং ০১৭১৩০০৩৫০৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
সভায় খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, অতিরিক্ত সচিব,খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএইচবি/আরএ/