জবাবদিহি ছাড়া র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ নেই: মার্কিন রাষ্ট্রদূত
র্যাবকে জবাবদিহিতার আওতায় আনা ছাড়া বাহিনীটির উপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।
মঙ্গলবার (৩১ মে) জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ডিক্যাব টকে এ সব কথা বলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।
পিটার হাস বলেন, র্যাবের উপর অভিযোগের সুরাহায় সুনির্দিষ্ট ব্যবস্থা ও বাহিনীটিকে জবাবদিহিতায় আনা ছাড়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ নেই।
যুক্তরাষ্ট্র র্যাবকে সন্ত্রাসবাদ মোকাবিলায় কার্যকর একটি বাহিনী হিসেবে দেখতে চায় উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, তবে বাহিনীটির মৌলিক মানবাধিকারও মেনে চলতে হবে।
প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব এবং এর বর্তমান ও সাবেক ছয়জন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় মার্কিন পররাষ্ট্র ও ট্রেজারি ডিপার্টমেন্ট। তারপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য মার্কিন সরকারকে অনুরোধ করে আসছে বাংলাদেশ।
আরইউ/আরএ/