পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান হবে ‘সুপার গর্জিয়াস’
বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক স্বপ্নের ‘পদ্মা সেতু’র উদ্বোধনী অনুষ্ঠান হবে সুপার গর্জিয়াস। এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার (৩০ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব।
আনোয়ারুল ইসলাম বলেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে আপনাদের কিছুটা ধারণা দিয়ে রাখি। মুল উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি ৬৪ জেলায় একসঙ্গে রেপ্লিকশন হবে।
পদ্মা সেতুর নির্মাণ কাজ প্রায় একেবারে শেষপ্রান্তে। আগামী ২৫ জুন বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু’র উদ্বোধন হবে। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে উপস্থিত হয়ে সেতুর উদ্বোধন করবেন।
ইতিমধ্যে সেতুর পোশাকি নামও চূড়ান্ত হয়েছে। ‘পদ্মা সেতু’ নামেই সেতুর নামকরণ করে ২৯ মে প্রজ্ঞাপন জারি করেছে সেতু বিভাগ।
সেতু বিভাগ সূত্রে জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনে সেতু বিভাগ বেশ কিছু উপ-কমিটি গঠন করেছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বপ্নের সেতু উদ্বোধন করা হবে। উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় ভাষণ দেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগের সিনিয়র সদস্য, কূটনীতিক, বিশিষ্টজনসহ বিভিন্ন পর্যায়ের অতিথিদের আমন্ত্রণ জানানো হবে।
সরকারের নিজস্ব অর্থায়নে ৬ দশমিক ১৫ কিলোমিটার পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা।
২০১৫ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন।
এনএইচবি/এমএমএ/