নন-ক্যাডারদের জন্য ১৮৪টি পদ সংরক্ষণের দাবি

সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাদের সহকারী সচিব ও সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি দিতে ১৮৪টি পদ সংরক্ষণের দাবি জানিয়েছেন প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তারা।
সোমবার (৩০ মে) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অতিরিক্তি সচিবের কাছে স্মারকলিপি দিয়েছেন প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তারা। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত তিন শতাধিক কর্মকর্তা এ সময় এপিডির দপ্তরের সামনে ভিড় করেন।
প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তারা তাদের দাবিতে উল্লেখ করেছেন, সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে ও বিভাগে দুই হাজার ৫০০ প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তা কর্মরত রয়েছেন। এসব কর্মকর্তাদের পদোন্নতির জন্য ক্যাডার বহির্ভূত পদের সংখ্যা রয়েছে সহকারী সচিব পদে ২৬৭টি, সিনিয়র সহকারি সচিব পদে ৭২টি এবং উপসচিব পদে নয়টি। যা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।
পদের সংখ্যা কম থাকায় দশম গ্রেডভুক্ত কর্মকর্তারা র্দীর্ঘদিন ধরে একই পদে চাকরি শেষ করে অবসরে যাচ্ছেন। অনেকে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের মাধ্যমে সরাসরি নিয়োগ পেলেও ১৫/১৬ বছর ধরে কোনো পদোন্নতি পাচ্ছেন না। ফলে তাদের মধ্যে এক ধরনের অলসতা চলে আসছে এবং অনেকেই কর্মস্পৃহা হারাচ্ছেন।
বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত সিনিয়র প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ও বাংলাদেশ সিভিল সার্ভিস (সচিবালয়) ক্যাডার একীভূতকরণ আদেশ ১৯৯২ অনুযায়ী বাংলাদেশ সচিবালয়ে ভিত্তিপদ সহকারী সচিব ও সিনিয়র সহকারী সচিবের মোট পদের এক তৃতীয়াংশ পদ নন-ক্যাডার হিসেবে গণ্য করে সংরক্ষণ করতে হবে। প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা উক্ত নন-ক্যাডার পদের ফিডার হিসেবে পদোন্নতি যোগ্য হবেন। ২০১৮ সালে ইকোনমিক ক্যাডার প্রশাসনিক ক্যাডারে একীভূত হওয়ায় সহকারী প্রধান এর ২৫০টি এবং সিনিয়র সহকারী প্রধানের ১৫৪টি পদ মিলিয়ে মোট ৪০৪টি পদের এক তৃতীয়াংশ হিসেবে ১৩৫টি পদ নন-ক্যাডার হিসেবে সংরক্ষণ করার কথা। কিন্তু ২০১৮ সালের ২২ মে ১১১টি পদ সংরক্ষণ করে তা থেকে ৩৯টি পদ বাদ দেওয়া হয়। আবার একই বছর সহকারী সচিব ও সিনিয়র সহকারী সচিবের ৩০টি নতুন পদ সৃজন করা হলেও সেখানে এক তৃতীয়াংশ অর্থাৎ ১০টি পদ সংরক্ষণ করার কথা। কিন্তু সেটি এখনো হয়নি। প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাদের দাবি, সব মিলিয়ে নন-ক্যাডার সহকারী সচিবের আরও ১৮৪টি পদ সংরক্ষণ করা প্রয়োজন।
এই পদ সংরক্ষণের দাবিতেই সোমবার তিন শতাধিক প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তা এপিডি’র সঙ্গে সাক্ষাৎ করতে তার দপ্তরে যান। তাদের পক্ষ থেকে আট-দশ জন কর্মকর্তা এপিডি’র সঙ্গে দেখা করে তাদের দাবি দাওয়ার লিখিত কপি তুলে দেন।
এনএইচবি/এমএমএ/
