বৈরি আবহাওয়ায় কক্সবাজারের ফ্লাইট ১ ঘণ্টা পর নামল চট্টগ্রামে
ঘূর্ণিঝড় অশনির কারণে সৃষ্ট বৈরি আবহাওয়ায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে নামতে না পেরে এক ঘণ্টা পর চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে।
সোমবার (৯ মে) বিকালে আকাশে কয়েকবার চক্কর দেওয়ার পর চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি।
কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোস্তজা হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওই ফ্লাইটটি বিকাল ৪টা ২০ মিনিটের দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে বাতাসের গতিবেগ বেশি থাকায় সেটি পৌন ৫টার দিকে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইটটি আবারও কক্সবাজার ফিরে যাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিমানের এক কর্মকর্তা বলেন, ‘ডিজিকিউ ৩৭ ফ্লাইটির ফিরতি সময় ছিল বিকাল ৫টা। তার পরিবর্তে এখন সেটি কক্সবাজার থেকে ছেড়ে যাবে সন্ধ্যা ৬টার কিছু পর। এই বিলম্বের জন্য যাত্রীদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি।’
আরএ/