আমার স্ত্রী সহজ ডটকমের সঙ্গে সম্পৃক্ত নন: রেলমন্ত্রী
স্ত্রী শাম্মী আখতার মনি কোনোভাবেই রেলের ই-টিকেটিংয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান সহজ ডটকমের সঙ্গে সম্পৃক্ত নন বলে দাবি করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
রবিবার (৮ মে) রেল ভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এ কথা জানান।
সহজ ডটকমের আইনজীবী আপনার স্ত্রী কথাটা কী ঠিক- এমন প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, আমার বিয়ের আগে থেকে সহজ ডটকমের সঙ্গে কথা চলছে। এ ছাড়া আমার স্ত্রী তো এখনো আইনজীবীই হয়নি। এগুলো মনগড়া কথা। এগুলো কোথায় পান আপনারা?
সহজ ডটকম যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই কাজ পেয়েছে দাবি করে রেলমন্ত্রী বলেন, ওপেন টেন্ডারের মাধ্যমে আরও সাতটি প্রতিষ্ঠানকে পেছনে ফেলে তারা কাজ পেয়েছে।
সহজ ডটকমকে আরেকটু সময় দিতে চান জানিয়ে নুরুল ইসলাম সুজন বলেন, আমরা মনে করি তারা পারবে। যদি না পারে তাহলে আমরা বিকল্প চিন্তা করব।
সহজ ডটকমকে ট্রেনের ই-টিকিটিংয়ের দায়িত্ব দেওয়ায় সেবার মান আগের চেয়েও কমেছে বলে অভিযোগ সেবাপ্রত্যাশীদের। এবার ঈদে অনলাইনে টিকিট কাটার জন্য ঢুকতেই পারেননি টিকিটপ্রত্যাশীরা।
এ ছাড়া সার্ভার ডাউন করে রেখে প্রতিষ্ঠানটি টিকিট কালোবাজারিও করছে বলে অভিযোগ রয়েছে। এমন অভিযোগে সহজ ডটকমের একজন সিস্টেম ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তারও করেছে র্যাব।
আরইউ/এসএন