টিটিই শফিকুলের বরখাস্ত আদেশ প্রত্যাহার
বিনা টিকিটে রেল ভ্রমণকারী মন্ত্রীর আত্মীয় পরিচয় দেওয়া ব্যক্তিকে জরিমানা করা ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) শফিকুল ইসলামের বরখাস্ত আদেশ প্রত্যাহার করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
রোববার (৮ মে) রেল ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।
রেলমন্ত্রী বলেন, নতুন যাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলাম তারও তো আমাকে বুঝে উঠতে সময় লাগবে। একদিনে তো আমি এখানে আসিনি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমাকে এখানে আসতে হয়েছে। আমার স্ত্রী, ছেলে মেয়ে ও আপনারা সাংবাদিকরাও আমার এ অবস্থানে আসতে সহযোগিতা করেছেন।
নুরুল ইসলাম সুজন বলেন, একজন টিটিইর দায়িত্বই হলো বিনা টিকিটে কেউ ভ্রমণ করছে কি না সেটা খেয়াল রাখা। যা ঘটেছে সেটা একটা দুর্ঘটনা। এটার জন্য সবকিছু নষ্ট হয়ে যাবে ব্যাপারটা তেমন নয়।
যেভাবে ঘটনাটি ঘটেছে তাতে তিনি বিব্রত এমনটা জানিয়ে রেলমন্ত্রী বলেন, টিটিই প্রমোশন পেতে পারেন। আমরা বিবেচনা করে দেখব। অন্য আর্থিক সুযোগ সুবিধাও তিনি পেতে পারে। সেটা আমরা বিবেচনা করে দেখব।
এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, আমরা তদন্ত কমিটি করেছি। তারপরও বরখাস্ত আদেশ প্রত্যাহার করেছি। এ ছাড়া ডিসিওকে আমরা শোকজ করছি কেন তিনি বরখাস্ত করলেন।
বিব্রত রেলমন্ত্রী বলেন, যেভাবে ঘটনাটি ঘটেছে সেটি অনভিপ্রেত। তবে আমাদের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে যাত্রী হয়রানির অভিযোগ আছে। টিটিই শফিকুলের বিরুদ্ধেও এমন অভিযোগ আছে।
প্রসঙ্গত, বিনা টিকিটে রেলমন্ত্রীর স্ত্রীর দিকের তিন আত্মীয় ট্রেন ভ্রমণ করায় টিটিই শফিকুল ইসলাম তাদের জরিমানা করেন। এ ঘটনার কিছু সময় পরে বিদ্যুৎ গতিতে টিটিই শফিকুলকে বরখাস্ত করা হয়। এ নিয়ে গণমাধ্যম ও সামাজিকমাধ্যমে তুমুল সমালোচনা হয়। এ অবস্থায় টিটিই শফিকুলের বরখাস্ত আদেশ প্রত্যাহার করলেন মন্ত্রী। যদিও ঘটনার পরপরই তিনি ট্রেন ভ্রমণকারীরা যে তার আত্মীয় সেটি অস্বীকার করেছিলেন।
আরইউ/এসএন