‘ঘাতক’ ট্রাক চালক হানিফ গ্রেফতার
ছবি : সংগৃহীত
রাজধানীর পান্থপথে ময়লাবাহী গাড়ির চাপায় সংবাদমাধ্যমের কর্মী আহসান কবির খান এর নির্মম মৃত্যুর ঘটনায় ঘাতক ডাম্প ট্রাক চালক হানিফকে চাঁদপুর থেকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (২৭ নভেম্বর) সকালে কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৪ ও ২৫ নভেম্বর রাজধানীতে ময়লাবাহী গাড়ি চাপায় দুইজন নিহত হয়েছেন।
গত ২৪ নভেম্বর বুধবার গুলিস্তান এলাকায় নটর ডেম কলেজের ছাত্র নাঈম খান ময়লাবাহী গাড়ি চাপায় নিহত হন।
এইচএসসি পরীক্ষার্থী এ শিক্ষার্থীর নিহতের ঘটনায় ময়লাবাহী ডাম্প ট্রাকের মূল চালক হারুনকে ২৬ নভেম্বর আটক করে র্যাব-৩ এর একটি দল।
সংবাদমাধ্যম কর্মী মো. আহসান কবির খান (৪৬) পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এর উল্টোদিকে ময়লাবাহী আরেকটি গাড়ির চাপায় নিহত হন। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ এবং প্রাথমিক তদন্তে জানা যায় যে, সড়ক দুর্ঘটনায় নিহত আহসান কবির খান তার মগবাজারস্থ বাসা থেকে মিরপুরের কর্মস্থলে রাইড শেয়ারিং অ্যাপ এর একটি মোটরসাইকেল করে যাচ্ছিলেন। যাওয়ার পথে সোনারগাঁ মোড় থেকে পান্থপথে যাওয়ার রাস্তার সিগন্যালে অপেক্ষা করছিলেন মোটর সাইকেলের পিছনের আসনের আরোহী আহসান কবির খান। এ সময় অন্যান্য গাড়ির সঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি ময়লাবাহী ডাম্প ট্রাক (পরীক্ষাধীন নম্বরঃ ৫১২৮) সেখানে অপেক্ষা করছিল। সিগন্যাল ছাড়া মাত্রই আহসান কবির খাঁনের মোটরসাইকেল ধাক্কা খেলে তিনি মাটিতে ছিটকে পড়েন। ময়লাবাহী গাড়ির চালক গাড়িটি না থামিয়ে তার উপর দিয়ে চালিয়ে চলে যায়। এ সময় অন্যান্য মোটর সাইকেল চালক এবং স্থানীয় লোকজন গাড়িটিকে ধাওয়া দিলে, ময়লাবাহী ডাম্প ট্রাকটি গ্রীনরোড সিগন্যাল পর্যন্ত গিয়ে চালক এবং তার সহকারী গাড়িটি রেখে পালিয়ে যায়। পথচারীরা আহসান কবিরকে ঘটনাস্থল হতে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় নিহতের স্ত্রী নাদিরা পারভীন বাদী হয়ে কলাবাগান থানায় একটি মামলা করেন।
র্যাব জানায়, নিহত আহসান কবির খান দৈনিক সংবাদে কর্মরত ছিলেন। ইতিপূর্বে তিনি প্রথম আলোসহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে কাজ করেছেন। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংবাদমাধ্যম কর্মীর এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি প্রথম থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে গুরুত্ব সহকারে প্রচার করা হয়। র্যাব বর্ণিত ঘটনার সংবাদ প্রাপ্তির সাথে সাথে ছায়াতদন্ত শুরু করে ও জড়িত ময়লাবাহী গাড়ি চালককে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র্যাব-২ এর অভিযানে গত কাল শুক্রবার চাঁদপুরের হাইমচর এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডের সময় ময়লাবাহী ডাম্প ট্রাকের মো. হানিফ ওরফে ফটিককে (২৩) গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত হানিফ এ দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেন।
এনএইচ/এমএমএ