শনিবার, ১ মার্চ ২০২৫ | ১৬ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

পাড়া-মহল্লায় শিশু-কিশোরদের খেলার সুযোগ দিতে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন: আইপিডি

পাড়া-মহল্লায় শিশু-কিশোরদের খেলার সুযোগ দিতে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন বলে মনে করে ইনস্টিটিউট ফর প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। সোমবার (২৫ এপ্রিল) আইপিডি’র এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ঢাকার কলাবাগানের উত্তর ধানমন্ডি এলাকার তেঁতুলতলা মাঠ সম্পর্কিত সাম্প্রতিক ঘটনাপ্রবাহে গভীর উদ্বেগ প্রকাশ করছে আইপিডি। তেঁতুলতলা মাঠ রক্ষার আন্দোলনকর্মী রত্না হোসেন ও তার ছেলেকে পুলিশের আটক ও পরবর্তীতে মুচলেকার মাধ্যমে মুক্তি দেওয়ার ঘটনাসমূহ অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও নিন্দনীয়।

এই মাঠ রক্ষার জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের আন্দোলনকে আন্তরিকভাবে আমলে নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সিটি করপোরেশনের মেয়রসহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে সমাধানের আন্তরিক উদ্যোগ থাকলে এই অনভিপ্রেত ঘটনা এড়ানো যেত বলে বিশ্বাস করে আইপিডি। পাশাপাশি তেঁতুলতলা মাঠে থানা না করে অন্য কোন বিকল্প জায়গা খূঁজে বের করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর আহবানকে স্বাগত জানাচ্ছে আইপিডি।

বিবৃতিতে বলা হয়, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধূলার গুরুত্বের কথা আমরা সবসময়ই বলে থাকি। রাজধানী ঢাকা শহরে দিন দিন শিশু-কিশোরদের বিনোদন এবং খেলাধুলার স্থান সংকুচিত হয়ে আসছে। যে কয়েকটি হাতেগোনা খেলার মাঠ অবশিষ্ট আছে, সেগুলোর অধিকাংশই দখল কিংবা নানাবিধ কারণে খেলার মাঠ হিসেবে আর ব্যবহার করবার সুযোগ নেই। কলাবাগানের তেঁতুলতলা মাঠটি কলাবাগানের শিশু খেলাধূলা করার অন্যতম স্থান, অনেকের জন্যই একমাত্র স্থানও বটে।

আদর্শগতভাবে নগর পরিকল্পনায় ২ থেকে ৩ হাজার মানুষের জন্য ন্যূনতম একটা খেলার মাঠ তৈরি করতে হয় যার আয়তন ন্যূনতম এক একর (তিন বিঘা) হওয়ার কথা এমনটা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, আমাদের ঢাকা শহরের বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) মানদণ্ড অনুযায়ী, একটি পাড়া-মহল্লায় প্রতি সাড়ে ১২ হাজার মানুষের জন্য দুই থেকে তিনটি খেলার মাঠ থাকা উচিত যার মোট আয়তন হওয়ার কথা তিন একর।

অতি ঘন এলাকা কলাবাগানে আনুমানিক ৩০ হাজারের মত মানুষ বসবাস করেন। প্রতি ৫ হাজার মানুষের জন্য একটি খেলার মাঠ দেয়া হলেও এই এলাকায় ৬টি খেলার মাঠ থাকার কথা, আকার-আয়তনে যা ৬ থেকে ১০ একর হওয়ার কথা। তেঁতুলতলা মাঠের আয়তন এক বিঘার মত, ফলে এই স্থানটিও পরিকল্পনার মানদণ্ড অনুযায়ী শিশু-কিশোরদের খেলবার মত পর্যাপ্ত নয়।

এই খেলার মাঠ রক্ষার আন্দোলন নিয়ে স্থানীয় জনগণ ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি অবস্থান রাষ্ট্রের জন্য যেমন কল্যাণকর নয়, তেমনি কোমলমতি শিশু-কিশোরদের মানসিক বিকাশ ও রাষ্ট্রের প্রতি আন্তরিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার পক্ষে অন্তরায় হয়ে দাঁড়াবে।

একইসঙ্গে আইপিডি মনে করে, নগর এলাকাসমূহ গড়ে তোলার পরিকল্পনা ও নগরসমূহ বেড়ে উঠার ক্ষেত্রে উন্নয়ন ব্যবস্থাপনার মৌলিক দিকসমূহে দৃষ্টি দেয়া প্রয়োজন। বিদ্যালয়-পার্ক-খেলার মাঠ-থানা প্রভৃতি মৌলিক নাগরিক সেবাসমূহের জন্য ভূমি নির্ধারণ ও সংরক্ষণ ব্যতিরেকে নগর এলাকায় যত্র তত্র বাড়িঘর নির্মাণ ও নিয়ন্ত্রণহীন জনসংখ্যা ও জনঘনত্ব বাড়তে দিয়ে বিশাল সংখ্যক জনমানুষ বসবাসের ক্ষেত্রে এক চরমতর সংকটে পতিত হচ্ছে; পাশাপাশি রাষ্ট্র ও মৌলিক নাগরিক সুবিধা সংস্থান করতে গিয়ে নানাবিধ সংকটের সম্মুখীন হচ্ছে।

এই ধরনের অতি ঘন এলাকাতে বসবাসকারী শিশু-কিশোর-বৃদ্ধসহ সকল বয়সের মানুষের হাঁটার জায়গা, খেলার জায়গা ও বিনোদনের জায়গার অভাবে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ব্যহত হওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের স্বাস্থ্যহানি ও অপরাধপ্রবণতার জন্ম দিচ্ছে। ফলে এলাকাভিত্তিক খেলার মাঠ-পার্ক-বিদ্যালয়সহ প্রয়োজনীয় নাগরিক সুবিধাসমূহ তৈরি করার জন্য যথাযথ পরিকল্পনা ও রাষ্ট্রীয় উদ্যোগ এখনই দরকার।

আধুনিক নগর পরিকল্পনায় খেলার মাঠ-পার্ক-উদ্যানকে স্বাস্থ্য অবকাঠামো বিবেচনা করা হয়, পাশাপাশি এই ধরনের নাগরিক সুবিধা সমাজে অপরাধের প্রবণতাও কমায় বহুলাংশে। ফলে এই ধরনের মাঠকে কেন্দ্র করে যে ধরনের সামাজিক যোগাযোগ ও সামাজিক নিরাপত্তা গড়ে উঠে তার ফলে খেলার মাঠকে শৃংখলা ও নিরাপত্তা অবকাঠামো হিসেবেও বিবেচনা করা যেতে পারে।

বিবৃতিতে বলা হয়, আমরা সকলেই জানি, আমাদের নগর এলাকায় সুস্থ বিনোদনের অভাবে শিশু-কিশোরদের অনেকেই মাদকাসক্তি, কিশোর গ্যাংসহ নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িত হয়ে পড়েছে। অনেকেই অবসাদগ্রস্ত ও বিষণ্ন হয়ে পড়ছে। শুধুমাত্র থানা বা জেলখানা নির্মাণের মাধ্যমে এই ভয়ংকর সামাজিক সমস্যা দূর করা সম্ভব হবে না।

আমাদের রাষ্ট্রের আন্তরিকভাবে মনে রাখা প্রয়োজন, শিশু-কিশোরদের জন্য যদি আমরা উপযুক্ত পরিমাণ খেলার জায়গা না তৈরি করতে পারি, তবে খেলাধূলাবিহীন দৈহিক ও মানসিকভাবে দূর্বল, পঙ্গু, বিপর্যস্ত, পথহারা, দিকভ্রান্ত প্রজন্মের জন্য একটি এলাকায় একটি থানা কখনোই পর্যাপ্ত হবে না।

আইপিডি মনে করে, কলাবাগানের তেঁতুলতলা মাঠটি এলাকার শিশু-কিশোরদের খেলার জন্য ভূমি অধিগ্রহণের করার মাধ্যমে বিশদ অঞ্চল পরিকল্পনায় খেলার মাঠ হিসেবে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। একইসঙ্গে বর্তমানে মাঠের চারপাশে দেয়াল নির্মাণের উদ্যোগ অবিলম্বে বন্ধ করা দরকার।

পাশাপাশি এই এলাকায় বিকল্প ভূমি অনুসন্ধানের মাধ্যমে থানা নির্মাণের জন্য প্রয়োজনীয় উদ্যোগও নেয়া একান্তভাবে অত্যাবশ্যক। কোন অবস্থাতেই স্থানীয় এলাকাবাসী ও পুলিশকে এই মাঠটি নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড় করানো যাবে না, যা আমাদের জন্য দীর্ঘ মেয়াদে অকল্যাণ বয়ে নিয়ে আসবে।

আইপিডি আন্তরিকভাবে বিশ্বাস করে আমাদের সবার স্বাভাবিক জীবনযাপনের জন্য অত্যাবশ্যকীয় পাড়ার খেলার মাঠগুলোকে প্রাণবন্ত ও শিশু-কিশোরদের পদচারণায় মুখর করতে হবে। রাষ্ট্র ও সরকার আন্তরিক হলে সঠিক পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের সকল এলাকায় খেলার মাঠসহ সকল নাগরিক সুবিধার প্রয়োজনীয় সংস্থান করা সম্ভব।

আরইউ/এসএ/

Header Ad
Header Ad

মেট্রোরেলের নতুন নির্দেশনা: রমজানে বহন করা যাবে ২৫০ মিলি পানি

ছবি: সংগৃহীত

রমজান মাস উপলক্ষ্যে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) নতুন নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী ইফতারের জন্য মেট্রোরেল স্টেশনের প্লাটফর্ম ও ট্রেনে ২৫০ মিলিলিটার পরিমাণ পানি পরিবহন করা যাবে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উলাহ শরিফীর গত ২৭ ফেব্রুয়ারি স্বাক্ষরিত পবিত্র রমজান মাস উপলক্ষ্যে মেট্রোরেল চলাচলের সময়সূচিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, পবিত্র রমজানের সময় ইফতারে পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী মেট্রোট্রেন ও স্টেশন এলাকায় শুধুমাত্র ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন পড়ে না যায় সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবহৃত পানির বোতল অবশ্যই প্ল্যাটফর্ম/কনকোর্স/প্রবেশ ও বাহির হওয়ার গেটে থাকা ডাস্টবিনে ফেলতে হবে।

আরও বলা হয়, কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স ও মেট্রোট্রেনের ভেতর অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না। শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের এবং শুক্রবারের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

সময়সূচি অনুযায়ী সর্বপ্রথম মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭ট ১০ মিনিটে ছাড়বে ও সর্বশেষ ট্রেন রাত ৯টায় ছাড়বে। অন্যদিকে মতিঝিল থেকে সর্বপ্রথম ট্রেন সকাল সাড়ে ৭টায় এবং সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে।

এই সময়সূচি অনুযায়ী পুরো রমজান মাস অর্থাৎ ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত চলবে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

Header Ad
Header Ad

চট্টগ্রামে 'ভুয়া পুলিশ' বলে এসআইকে মারধর ও ছিনতাই, গ্রেপ্তার ২

হামলার শিকার এসআই এবং গ্রেপ্তার দুই যুবক। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের চরপাড়া ঘাটের কাছে মাদক সেবনে বাধা দেওয়ায় পরিকল্পিতভাবে হামলা ও ছিনতাইয়ের শিকার হতে হয়েছে এক পুলিশ কর্মকর্তাকে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে পতেঙ্গা থানার এসআই ইউসুফ আলী টহলরত অবস্থায় কিছু যুবককে গাঁজা সেবন করতে দেখেন। তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা দোষ স্বীকার করে ক্ষমা চায় এবং এসআই ইউসুফ আলী তাদের সতর্ক করে ছেড়ে দেন।

কিন্তু আধা ঘণ্টা পর, একই যুবকেরা আরও কিছু লোক নিয়ে ফিরে আসে। এসআই ইউসুফ যখন টহল গাড়ির দিকে যাচ্ছিলেন, তারা তাকে ঘিরে ধরে এবং প্রশ্ন করে, “আপনি তো ভুয়া পুলিশ। আপনার আইডি কার্ড কই?” উত্তর না পেয়ে তারা আকস্মিকভাবে হামলা শুরু করে।

এই সময়, হামলাকারীরা এসআই ইউসুফের মোবাইল ফোন, মানিব্যাগ, ও ওয়াকিটকি সেট ছিনিয়ে নেয়। এসময় একটি ভিডিও ধারণ করা হয়, যেখানে এসআই ইউসুফ কান্নাজড়িত কণ্ঠে বলছেন, “আমার মোবাইল, মানিব্যাগ, ওয়াকিটকি সব নিয়ে গেছে ওরা।” তার শরীরে আঘাতের চিহ্নও স্পষ্ট দেখা যায়।

পরে, পতেঙ্গা থানার পুলিশ এসআই ইউসুফকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাফসীর ইমাম ও মো. সাইমন নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাকু এবং মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

এ বিষয়ে পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম শনিবার (১ মার্চ) সকালে গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তার দুজনের কাছ থেকে এসআই ইউসুফ আলীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া ওয়াকিটকি, মুঠোফোন ও মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাকু ও মোটরসাইকেল পাওয়া গেছে। গ্রেপ্তার আসামিদের নির্দিষ্ট কোনো পেশা নেই। তারা বখাটে প্রকৃতির।

Header Ad
Header Ad

পল্লবী থেকে চায়নিজ রাইফেলের ৩০০ রাউন্ড গুলি উদ্ধার

উদ্ধারকৃত চায়নিজ রাইফেলের ৩০০ রাউন্ড গুলি। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চায়নিজ রাইফেলের ৩০০ রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।

পল্লবী থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পল্লবী থানাধীন মিরপুর- ১১ নম্বরের ই-ব্লকের বাউনিয়া বেড়িবাধ রোডের একটি ১৪ তলা ভবনের পার্শ্বে নির্মাণাধীন পল্লবী টাওয়ারের টিনের বেড়ার পার্শ্বে বালুর স্তুপের ওপর বিপুল সংখ্যক চায়নিজ রাইফেলের গুলি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে রাত ১১:১৫ ঘটিকায় সেখান থেকে ৩০০ রাউন্ড চায়নিজ রাইফেলের গুলি উদ্ধার করে থানা পুলিশ।

শনিবার (১ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মেট্রোরেলের নতুন নির্দেশনা: রমজানে বহন করা যাবে ২৫০ মিলি পানি
চট্টগ্রামে 'ভুয়া পুলিশ' বলে এসআইকে মারধর ও ছিনতাই, গ্রেপ্তার ২
পল্লবী থেকে চায়নিজ রাইফেলের ৩০০ রাউন্ড গুলি উদ্ধার
জামিল আহমেদের কথা সব সত্য নয়, কিছু ডাহা মিথ্যা: ফারুকী
দেশে একমাত্র শান্তির দল হলো বিএনপি: শাহজাদা  
ভারতীয়রা সীমান্ত আইন না মানলে বিজিবি আরো কঠোর হবে : ডিজি
রমজানে ঢাকায় ২৫টি স্থানে ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস
মিঠাপুকুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে খামারের মাছ চুরির অভিযোগ
রমজানে শপিংমল, বাস টার্মিনালে ছদ্মবেশে দায়িত্ব পালন করবে ডিবি সদস্যরা  
টাঙ্গাইলে সংস্কার দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের দাবি সুজনের  
এনসিপির আত্মপ্রকাশের অনুষ্ঠানে সরাসরি ডাক পায়নি আবু সাঈদের পরিবার
নির্বাচনে প্রমাণ হবে নাগরিক পার্টির জনসমর্থন: বিএনপি  
জেলেনস্কিকে ট্রাম্পের কাছে ক্ষমা চাইতে বললেন রুবিও  
ভোলায় একদিন আগেই রোজা রাখছেন ১০ গ্রামের মানুষ  
কসবায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
হাসিনাকে পাগল বলিয়েন না, তিনি উন্মাদ: শামসুজ্জামান দুদু  
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি  
অভ্যুত্থানে আহত ১৪০১ জনকে ‘জুলাই যোদ্ধা’র স্বীকৃতি  
সন্ধ্যায় জানা যাবে দেশে রমজান শুরু কবে  
এই মুহূর্তে সংসদ নির্বাচন হলে বিএনপি ছাড়া কেউ নির্বাচিত হবে না: টুকু