সবুজ ও টেকসই অংশীদারিত্ব শক্তিশালী করতে সম্মত ঢাকা-কোপেনহেগেন
সবুজ ও টেকসই অংশীদারিত্ব শক্তিশালী করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ডেনমার্ক। ঢাকায় এস সংক্রান্ত একটি চুক্তি সই শেষে দুই দেশের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সোমবার (২৫ এপ্রিল) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ.কে. আবদুল মোমেন এবং ডেনমার্কের সফররত উন্নয়ন সহযোগিতা মন্ত্রী ফ্লেমিং মোলার মর্টেনসেন দুই দেশের মধ্যে জলবায়ু ও সবুজ পরিবর্তনের বিষয়ে অংশীদারিত্ব জোরদার করার জন্য একটি টেকসই এবং সবুজ ফ্রেমওয়ার্ক এনগেজমেন্ট স্বাক্ষর করেছেন।
যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করে মন্ত্রীরা বাংলাদেশ-ডেনমার্ক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। দুই দেশ বিশ্বব্যাপী একটি টেকসই এবং সবুজ ভবিষ্যত অর্জনের লক্ষ্যে অংশীদার হতে চায়।
টেকসই উন্নয়নের জন্য ২০৩০ এজেন্ডা এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তির কাঠামোতে জলবায়ু পরিবর্তন অভিযোজন ও প্রশমন, পরিবেশগত ক্ষতি এবং জীববৈচিত্র্যের ক্ষতির উপর ফোকাস করা হবে।
জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ ও ডেনমার্ক যৌথ প্রতিশ্রুতিবদ্ধ। টেকসই এবং সবুজ ভবিষ্যৎ অর্জনের লক্ষ্যে জ্ঞান ও প্রযুক্তি প্রদানের লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে একটি ফ্রেমওয়ার্ক এনগেজমেন্টে প্রবেশকারী প্রথম দেশ ডেনমার্ক।
এই সহযোগিতা কূটনৈতিক তৎপরতা এবং উন্নয়ন সহযোগিতা থেকে শুরু করে জলবায়ু তহবিল এবং বিনিয়োগ, বাণিজ্য ও বেসরকারি খাতের সম্পর্ক, সরকারি-বেসরকারি অংশীদারিত্বসহ সকল উপকরণকে কার্যকর করবে।
অনুষ্ঠান চলাকালীন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্রেমওয়ার্ক এনগেজমেন্ট বাংলাদেশ এবং ডেনমার্কের মধ্যে অভিপ্রায়ের একটি অভিব্যক্তি হিসেবে কাজ করবে, যা সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলিকে সম্পৃক্ত করবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই উদ্যোগটি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়বস্তুকে আরও বৈচিত্র্যময় করার জন্য আমাদের দুই দেশের আগ্রহের ইঙ্গিত দেয়। এটি বাংলাদেশের স্বদেশী জলবায়ু পরিবর্তন অভিযোজন কৌশল এবং ডেনিশ উদ্ভাবন এবং প্রযুক্তিগত দক্ষতার মধ্যে সমন্বয় গড়ে তুলতে সাহায্য করবে।
ডেনমার্কের উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী বলেন, বাংলাদেশে তার প্রথম সফরের সময় চুক্তিতে স্বাক্ষর করতে পেরে আমি খুব খুশি। ডেনমার্ক এবং বাংলাদেশ বিশ্বব্যাপী জলবায়ু এজেন্ডায় শক্তিশালী এবং সক্রিয় জড়িত দুটি দেশ। আজ সবুজ কাঠামোর নথিতে স্বাক্ষর করা, ইঙ্গিত দেয় যে আমরা প্যারিস চুক্তি-জলবায়ু পরিবর্তনের আন্তর্জাতিক চুক্তিতে করা প্রতিশ্রুতিগুলির উপর ‘ওয়াক দ্য টক’ করতে প্রস্তুত।
আরইউ/এমএমএ/