কুমিল্লা সিটি করপোরেশনের ভোট ১৫ জুন
কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন। নতুন নির্বাচন কমিশন গঠনের পর প্রথম কোনো নির্বাচন করতে যাচ্ছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।
সোমবার (২৫ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নতুন ইসির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত হয়। কমিশন বৈঠক শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খন্দকার এ তথ্য নিশ্চিত করেন। কমিশন সভা শেষে ইসির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ের সময়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান ও এসএম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
ইসি সচিব জানান, এক তফসিলে হবে সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে ভোট। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, আপিল দায়ের ২০, ২১ ও ২২ মে। আপিল নিষ্পত্তি ২৩, ২৪ ও ২৫ মে। এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোট গ্রহণ ১৫ জুন।
একসঙ্গে ৬টি পৌরসভা, একটি উপজেলা ও ১৩৫টি ইউনিয়নে একই দিনে ভোট হবে। সবগুলো ভোট ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হবে।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন:
এবার সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা থেকে নির্বাচন কর্মকর্তা নিয়োগ করা হচ্ছে। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পেয়েছেন ইসির পরিচালক (নির্বাচন কর্মকর্তা) শাহেদুন্নবী চৌধুরী।
এ ছাড়া সহকারী রির্টানিং কর্মকর্তা (এআরও) হিসেবে দায়িত্ব পালন করবেন যথাক্রমে, জেলা নির্বাচন অফিসার ফেনী, জেলা নির্বাচন অফিসার চাঁদপুর, জেলা নির্বাচন অফিসার গাজীপুর, জেলা নির্বাচন অফিসার নরসিংদী, জেলা নির্বাচন অফিসার ব্রাহ্মণবাড়িয়া, জেলা নির্বাচন অফিসার নারায়ণগঞ্জ ও মিরসরাইয়ের উপজেলা নির্বাচন কর্মকর্তা। কুমিল্লা থেকে শুধু থাকবেন উপজেলা নির্বাচন অফিসার কুমিল্লা সদর দক্ষিণ ও উপজেলা নির্বাচন অফিসার আদর্শ সদর কুমিল্লা।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের বিষয়ে ইসি সচিব বলেন, কমিশন চায় সব দলের অংশগ্রহণে নির্বাচন। কমিশন প্রত্যাশা করে সব দলই যাতে সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন করে। নির্বাচন কমিশন ইনক্লুসিভ নির্বাচনে বিশ্বাসী। কমিশন চায় অবাধ নিরপেক্ষ অংশগ্রহণ মূলক ও গ্রহণযোগ্য নির্বাচন। তার জন্য কমিশন থেকে যতটুক সহযোগিতা করা দরকার কমিশন সেটা করবে।
নতুন কমিন গঠনের পর কমিশন যে সংলাপ শুরু করেছে তাতে অনেকেই ইভিএম বন্ধ রাখার পক্ষে মত দিয়েছেন কিন্তু কমিশন যেসব নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিল তাতে ওই সব দাবি উপেক্ষিত থাকল কি না এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, না উপেক্ষিত থাকবে না।
নতুন ইসির যে সিদ্ধান্তটি ব্যতিক্রম সেটি হলো ভোট যখন কাস্টমাইজ হবে তখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীদের গ্রহণযোগ্য ব্যক্তি সেখানে উপস্থিত থাকতে পারবেন বলেন জানান সচিব।
২০১৭ সালের ৩০ মার্চ কুমিল্লা সিটিতে সর্বশেষ ভোট হয়েছিল। নির্বাচিত জনপ্রতিনিধি দায়িত্ব নেওয়ার পর ১৭ মে প্রথম সভা হয়। তাদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হচ্ছে এ বছরের ১৬ মে।
সিটি করপোরেশনে মেয়াদপূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। দুটি পৌরসভা নিয়ে ২০১১ সালের জুলাই মাসে কুমিল্লা সিটি করপোরেশন গঠিত হওয়ার পর এ পর্যন্ত দুটি নির্বাচন হয়েছে। ১০ বছর আগে প্রথম নির্বাচনে নির্দলীয় প্রতীকে ভোট হলেও ২০১৭ সালে দলীয় প্রতীকে মেয়র নির্বাচন হয়। দুই নির্বাচনেই ক্ষমতাসীন দলের প্রার্থীকে পরাজিত করে বিএনপির প্রার্থী জয়ী হন।
যেসব পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে:
গোপালঞ্জ পৌরসভা, মুকসুদপুর, সিলেটের বিয়ানীবাজার পৌরসভা, রাঙ্গামাটির বাঘাইছড়ি, মেহেরপুরের মেহেরপুর ও ঝিনাইদহরে ঝিনাইদহ পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে।
এসএম/এসএন